ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ক্যাবল বা তার মাধ্যম (Wired media)। ক্যাবল সাধারণত তামা (কপার) ও কাচ (বা স্বচ্ছ প্লাস্টিক) দিয়ে তৈরি হয়, যার মধ্যে দিয়ে ডেটা সিগন্যালগুলো উৎস থেকে গন্তব্যে গমন করতে পারে।
ক্যাবল মাধ্যমের প্রকারভেদ (Types of Cable)
নিম্নলিখিত বহুল ব্যবহৃত ক্যাবলগুলো হলো–
ক. কো-এক্সিয়াল ক্যাবল (Co-axial Cable)
খ. টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted Pair Cable)
গ. ফাইবার অপটিক ক্যাবল (Fiber Optic Cable)
তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম এর মধ্যে পার্থক্য কি? (What is the difference between Wired and Wireless media?)
তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম এর মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো–
তার মাধ্যম
- তার মাধ্যম উচ্চ গতিসম্পন্ন।
- এ মাধ্যম উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকুয়েন্সি প্রদান করে।
- এ মাধ্যমে খরচ বেশ কম। তারের মূল্য এবং সংশ্লিষ্ট ডিভাইস সুলভ এবং সহজপ্রাপ্য।
- তার মাধ্যমের ট্রান্সমিশন মাধ্যম হলো- কপার তার, অপটিক ফাইবার ক্যাবল এবং ইথারনেট।
- এ মাধ্যমে হাব এবং সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক কাভারেজের এরিয়া এক্সটেনশন করা যায়।
- ল্যান (ইথারনেট), ম্যান হলো এ মাধ্যমের উদাহরণ।
তারবিহীন মাধ্যম
- তারবিহীন মাধ্যম তার বা ক্যাবল মাধ্যমের তুলনায় নিম্নগতিসম্পন্ন। তবে সর্বাধুনিক কিছু কিছু ওয়্যারলেস মিডিয়া প্রভৃতি, ক্যাবল মিডিয়ার মতোই দ্রুত গতিসম্পন্ন ডেটা পরিবহন নিশ্চিত করছে।
- ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম অত্যন্ত দুর্বল বিধায় এটির ব্যান্ডউইথ তার মাধ্যমের তুলনায় কম।
- এ মাধ্যম অত্যন্ত ব্যয়বহুল। এর জন্য ব্যবহৃত ওয়্যারলেস সাবস্ক্রাইবার স্টেশন, ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস একসেস পয়েন্ট এবং অ্যাডাপ্টারসমূহ বেশ দামী এবং সংশ্লিষ্ট ডিভাইসগুলো সহজপ্রাপ্য নয়।
- তারবিহীন মাধ্যমের ট্রান্সমিশন মাধ্যম হলো- ইলেকট্রম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড।
- এ মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত একাধিক ওয়্যারলেস বেজ স্টেশন এর মাধ্যমে বিশাল এলাকাকে নেটওয়ার্ক কাভারেজের মধ্যে আনা সম্ভব।
- WLAN, WPN (ব্লুটুথ), ইনফ্রারেড, সেলুলার (জিএসএম, সিডিএমএ, এলটিই ইত্যাদি) এ মাধ্যমের উদাহরণ।