PAN, LAN এবং MAN কি এবং এদের বৈশিষ্ট্য কি কি?

PAN কি? PAN এর বৈশিষ্ট্য কি কি?

PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network। ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)। যেমন– ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

তবে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে। PAN এর ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এ ধরনের নেটওয়ার্ক যেকোনো জায়গায় তৈরি করা যায়। প্যান USB Bus এবং Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে। প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ (Laptop), পিডিএ (PDA), মোবাইল (Mobile), প্রিন্টার (Printer) ইত্যাদি।

PAN-এর মধ্যে তারবিহীন (Wireless) প্রযুক্তি ব্যবহার করা হলে তাকে WPAN বলে।

PAN এর বৈশিষ্ট্যঃ

  • পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
  • খরচ তুলনামূলক কম।
  • দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
  • এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
  • ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
  • ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব।

 

LAN কি? LAN এর বৈশিষ্ট্য কি কি?

LAN এর পূর্ণরূপ হচ্ছে– Local Area Network। একই ভবনের বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক তৈরি হয় তাকেই লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN বলা হয়। যেমন– ঢাকা কলেজের নেটওয়ার্কটি LAN।

লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা- ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।

তারবিহীন বা ওয়্যারলেস (LAN) প্রযুক্তির সাহায্যে ল্যান তৈরি করা হলে তাকে WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে।

LAN এর বৈশিষ্ট্যঃ

  • সীমিত দুরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
  • শ্রেনি সংযােগের মাধ্যমে কম্পিউটারগুলাে সংযুক্ত হয়।
  • ডেটা ট্রান্সফারের হার সাধারণত 10Mb থেকে 1000Mb।
  • এই নেটওয়ার্ক তৈরি ও রক্ষণাবেক্ষণ করার পদ্ধতি সহজ ও খরচ কম।
  • এই নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযুক্ত হয়।

 

MAN কি? MAN এর বৈশিষ্ট্য কি কি?

MAN এর পূর্ণরূপ হচ্ছে- Metropolitan Area Network। সচরাচর একটি নির্দিষ্ট অঞ্চল বা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে MAN বলা হয়। অর্থাৎ, একাধিক LAN নেটওয়ার্কের সমন্বয়েও MAN নেটওয়ার্ক তৈরি হয়।

এই ধরনের নেটওয়ার্ক এর জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুষঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। সাধারণত কোন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।

MAN এর বৈশিষ্ট্যঃ

  • এর বিস্তৃতি ১০ থেকে ৩০ কি. মি. পর্যন্ত হতে পারে।
  • LAN এর চাইতে দ্রুত গতির।
  • খরচ তুলনামূলক ভাবে কম।
  • বেশি পরিমাণে তথ্য আদান-প্রদান করা যায়।
  • MAN এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে।
  • ডেটা ট্রান্সফারের হার সাধারণত 10Mbps থেকে 10Gbps।

 

LAN এবং WAN এর মধ্যে পার্থক্য কি?

LAN এবং WAN-এর মধ্যে পার্থক্য:

  • ল্যান অনেক বেশি গতিসম্পন্ন
  • সীমিত ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ, সর্বাধিক কয়েক কিলোমিটার
  • ল্যানের জন্য ভাড়া করা দূরসংযোগের (লিজড টেলিকমিউনিকেশন লাইন) প্রয়োজন নেই৷

 

Tags :

  • Pan কি?
  • Wan কি?
  • Wan এর পূর্ণরূপ কি?
  • Man বলতে কি বুঝায়?
  • Man এর রেঞ্জ কত?
  • Wan কি Wan এর দুটি সুবিধা লেখ?
  • সার্ভার কি এর গুরুত্ব ব্যাখ্যা কর?
  • শহরে স্থাপন করা নেটওয়ার্ককে কী বলা হয়?
  • কোন নেটওয়ার্ক এর বিস্তৃতি ১০ থেকে ৩০ কি মি?
  • LAN কাকে বলে?
  • LAN এর পূর্ণরূপ কি?
  • ল্যান এর উদাহরণ কোনটি?
  • LAN এর বৈশিষ্ট্য কি কি?
  • লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সংগঠন হচ্ছে
  • LAN এর বিস্তৃতি কত
  • লোকাল এরিয়া নেটওয়ার্ক এর উদাহরণ
  • কোনটি একাধিক ল্যানের মধ্যে সংযোগ স্থাপন করে?
  • ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কাকে বলে
  • কোনটি এক ধরনের LAN
  • LAN এর অসুবিধা
  • কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি
  • LAN এর কাজ কি
  • LAN এর সুবিধা অসুবিধা
  • লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে
  • কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি
  • লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরী
  • লান এর পুরো নাম কি?