সুইচ কি? সুইচের সুবিধা ও অসুবিধা কি?

কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে, সুইচ (Switch) হাবের মত এক ধরণের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস (Network Connectivity Device) যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে নিয়ে একত্রিত করে। এটি একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়। একটি সুইচে কতগুলো ডিভাইস কানেক্ট করা যাবে তা সুইচের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। সাধারণত LAN তৈরি করার ক্ষেত্রে এটি অধিক ঐ ডাটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টেই পাঠায়। সুইচ MAC অ্যাড্রেস নিয়ে কাজ করে।

 

সুইচের সুবিধা (Advantages of Switch)

  • ডেটার কলিশন সম্ভাবনা কমায়।
  • ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।
  • ডাটা ফিল্টারিং সম্ভব হয়।
  • পোর্ট হাবের তুলনায় বেশি থাকে।

 

সুইচের অসুবিধা (Disadvantages of Switch)

  • হাবের তুলনায় দাম কিছুটা কম।
  • কনফিগারেশন জটিল।

 

Tags :

১। নেটওয়ার্ক (Network) কি? নেটওয়ার্কের প্রকারভেদ, প্রয়োজনীয়তা ও অসুবিধা।

২। নেটওয়ার্ক এডাপ্টার কি? (Network adapter in Bengali)

৩। হাইব্রিড টপোলজি (Hybrid Topology) কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি?

৪। স্টার টপোলজি (Star Topology) কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি কি?

৫। হাব কি? হাব ও সুইচের মধ্যে পার্থক্য কি? What is Hub in Bengali?

৬। নেটওয়ার্কিং ডিভাইস কাকে বলে? (Networking device in Bengali)

৭। হটস্পট কি? What is Hotspot in Bengali?

৮। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? What is Client server network in Bengali?

৯। প্রটোকল কি? What is Protocol in Bengali?

১০। মাল্টিকাস্টিং কি? What is Multicasting in Bengali?

১১। ডিডব্লিউডিএম (DWDM) এর পূর্ণরূপ কি? DWDM বলতে কি বুঝায়?

১২। ইনফ্রারেড কি? ইনফ্রারেড এর অসুবিধা। What is Infrared in Bengali?

১৩। সিগনাল বলতে কি বুঝায়? What is meant by Signal?

১৪। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি? What is Personal Area Network in Bengali?

১৫। রাউটার কি? রাউটারের ব্যবহার, সুবিধা ও অসুবিধা। What is Router in Bengali?

১৬। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি? What is Local Area Network in Bengali?