মডেম (Modem) কি? মডেম কত প্রকার ও কি কি?

যে বিশেষ প্রক্রিয়ায় প্রেরক কম্পিউটারের ডিজিটাল সংকেতকে (মডুলেশন প্রক্রিয়ায়) এনালগ সংকেতে এবং এনালগ সংকেতকে (ডিমডুলেশন প্রক্রিয়ায়) ডিজিটাল সংকেতে রূপান্তর করে গ্রাহক কম্পিউটারে অত্যন্ত দ্রুত তথ্য প্রেরণ করা যায় সেই ব্যবস্থাকে মডেম বলে। মডেম একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাধ্যমের সাহায্যে পৌঁছে দেয়। মডেম (Modem) শব্দটি মডুলেটর-ডিমডুলেটর (Modulator ও DeModulator) এর সংক্ষিপ্ত রূপ। মডুলেটর ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে এবং ডি-মডুলেটর অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে। মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে। প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম মডুলেটর হিসেবে মডুলেশন এর কাজ করে। প্রাপক কম্পিউটারের মডেম ডি-মডুলেটর হিসেবে ডিমডুলেশন এর কাজ করে। প্রেরক যন্ত্র থেকে মডুলেটিং পদ্ধতিতে সংকেত পাঠানাে হয়। গ্রাহক যন্ত্র সে সংকেত ডিমডুলেটিং পদ্ধতিতে আলাদা করে কম্পিউটারে ব্যবহার উপযােগী করে। সংযােগ পদ্ধতির ভিত্তিতে কম্পিউটারে সাধারণত দু ধরনের মডেম ব্যবহার করা হয়। ইন্টারনাল মডেম কম্পিউটার মাদারবাের্ডের এক্সপানশন স্লটে লাগাতে হয়। এক্সটারনাল মডেম কম্পিউটার মাদারবাের্ডের পেছনে কমিউনিকেশন পাের্টের সাথে সংযুক্ত করতে হয়। এই ধরনের মডেম সাধারণত ইউএসবি (USB) পাের্টের সাথে লাগাতে হয়।

 

মডেম এর প্রকারভেদ (Types of Modem)

মডেম দুই প্রকার। যথাঃ– ১) ইন্টারনাল মডেম (Internal Modem) এবং  ২) এক্সটার্নাল মডেম (External Modem)

১। ইন্টারনাল মডেম : এ মডেম মূলত একটি কার্ড বিশেষ। এই কার্ড পিসির মাদারবোর্ডের এক্সপানশান স্লটে লাগানো থাকে অথবা ডিফল্ট যুক্ত থাকে।

২। এক্সটারনাল মডেম : যে মডেম তারের সাহায্যে অথবা তারবিহীনভাবে কম্পিউটারের বাইরে থেকে কাজ করে তাকে এক্সটারনাল মডেম বলে।

 

Tags :

  • মডেম কাকে বলে
  • মডেম কত প্রকার
  • মডেম কিভাবে কাজ করে
  • মডেম এর বর্ণনা
  • মডেম ব্যবহারের নিয়ম
  • মডেম কম্পিউটারের কোন অংশ
  • মডেম এর গুরুত্ব
  • মডেম কি ধরনের ডিভাইস
  • মডেম এর বৈশিষ্ট্যমডেম কি ict
  • মডেম এর ব্যবহার
  • মডেম ব্যবহারের সুবিধা
  • মডেমের কাজ কি mcq