কম্পিউটিংয়ে, একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণই হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ, একটি মাধ্যমের মধ্য দিয়ে উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে যে পরিমাণ ডেটা একক সময়ে পরিবাহিত হতে পারে তাকে ব্যান্ডউইথ (Bandwidth) বলে। ব্যান্ডউইথ এর উপর নির্ভর করে ইন্টারনেটের গতি।
ব্যান্ডউইথ এর প্রকারভেদ (Types of Bandwidth)
ব্যান্ডউইথ তিন প্রকার। যথা:–
- ন্যারো ব্যান্ড (Narrow Band);
- ভয়েস ব্যান্ড (Voice Band);
- ব্রড ব্যান্ড (Broad Band);
১. ন্যারো ব্যান্ড : যে ব্যান্ডে ৪৫ Bps হতে ৩০০ bps গতিতে ডেটা ট্রান্সফার (স্থানান্তর) করা যায় তাকে ন্যারো ব্যান্ড বলে। এই ব্যান্ডটি খুবই ধীর গতি সম্পন্ন। টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। অত্যন্ত ধীর গতি সম্পন্ন হওয়ায় বর্তমানে এই ব্যান্ডটি ব্যবহৃত হয় না বললেই চলে।
বৈশিষ্ট্য :
- এর ডেটা ট্রান্সমিশন স্পীড ৪৫ bps থেকে ৩০০ bps।
- একে Sub-voice Band ও বলে।
- এটি ধীরগতির ব্যান্ডউইথ।
- ব্যবহার : টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়।
২. ভয়েস ব্যান্ড : যে ব্যান্ডে ১২০০ bps হতে সবোচ্চ ৯৬০০ bps বা ৯.৬ kbps (Kilo bit per second) গতিতে ডেটা ট্রান্সমিট করা যায় তাকে ভয়েস ব্যান্ড বলে। সাধারণত টেলিফোনে এ ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়। তাছাড়া কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সমিট করার জন্যও ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়।
বৈশিষ্ট : এর ডেটা ট্রান্সমিশন স্পীড সর্বোচ্চ ৯৬০০ bps।
ব্যবহার : টেলিফোনে ব্যবহৃত হয়।
৩. ব্রাডব্যান্ড : যে ব্যান্ডে কমপক্ষে ১ Mbps (Mega bit per second) হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে তাকে ব্রডব্রান্ড বলা হয়। এর সবোচ্চ গতি আনলিমিটেড। এটা হতে পারে কয়েকশত Mbps বা তার চেয়েও অনেক বেশি। সাধারণত উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তরে ব্রডব্রান্ড ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্যাল ডেটা স্থানান্তরে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন, রেডিও লিংক ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও ব্রড ব্যান্ড ব্যবহৃত হয়।
বৈশিষ্ট্য :
- ডেটা ট্রান্সমিশন স্পীড কমপক্ষে 1 Mbps।
- কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারের মধ্যে ডেটা ট্রান্সফারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
ব্যবহার :
- স্যাটেলাইট কমিউনিকেশনে।
- মাইক্রোওয়েভ কমিউনিকেশেনে ব্যবহৃত হয়।
Tags :
- ব্যান্ডউইথ কী?
- ইন্টারনেট ব্যান্ডউইথ কি
- ব্যান্ডউইথ কি ict
- ব্যান্ডউইথ কি mcq
- ব্যান্ডউইথ কত প্রকার
- ব্যান্ডউইথ কি বাংলা
- Bandwidth এর মানে কি
- Bandwidth এর গুরুত্ব
- Bandwidth কত প্রকার
- ব্যান্ডউইথ কম হলে কি বুঝায়
- ব্যান্ডউইথ 128kbps বলতে কি বোঝায়
- ব্রডব্যান্ড ব্যান্ডউইথ কত
- কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখ
- আলোর গতিতে ডেটা স্থানান্তর ব্যাখ্যা কর
- ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে
- ন্যারো ব্যান্ড কি