শক্তির নিত্যতা সূত্র কি? শক্তির নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?

শক্তির নিত্যতা সূত্রটি হলো– “শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।”

শক্তির নিত্যতা সূত্র জুল প্রেস বার্ট আবিষ্কার করেন।

উদাহরণসহ ব্যাখ্যাঃ একটি টেনিস বল উপরের দিকে ছুরে মারলে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠার পর বলটি আবার নিচে নামতে থাকে। এ ক্ষেত্রে বলটি উপরে উঠতে থাকার সময় গতিশক্তি কমতে কমতে যখন শূন্য হয়ে যায় তখন বলটি আবার নিচের দিকে নামতে থাকে। নিচে নামার সময় ঐ বলে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে। এভাবে বলটি যখন মাটি স্পর্শ করে এবং স্থির হয় তখন তার সমস্ত গতিশক্তি, স্থিতিশক্তি, শব্দ, তাপ, আলোক ইত্যাদি শক্তিতে পরিণত হয়। এভাবেই শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়; কিন্তু যেকোনো নির্দিষ্ট সময়ের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা।

 

Tags :

  • শক্তির নিত্যতা সূত্রটি লেখ এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ কর।
  • শক্তির সংরক্ষণশীলতার সূত্র প্রতিপাদন
  • ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন
  • যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি
  • শুধু শক্তি থেকে শক্তি পাওয়া যায় না ভর থেকেও শক্তি পাওয়া যায়
  • শক্তির সূত্র
  • শক্তির সংরক্ষণশীলতা নীতি
  • লেঞ্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে
  • শক্তির সংরক্ষণশীলতার সূত্র
  • যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র
  • শক্তির নিত্যতা সূত্র কে আবিষ্কার করে
  • শক্তির নিত্যতা নীতি কি?
  • শক্তির নিত্যতা সূত্র কি উদাহরণ দাও?
  • ভরবেগের নিত্যতা সূত্র কি?
  • ভরের সংরক্ষণ সূত্র কি?
  • ভরবেগের সংরক্ষণ নীতি বলতে কী বোঝায়?
  • সিজিএস পদ্ধতিতে রৈখিক ভরবেগের একক কি?
  • ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান হলে কোনটির ভরবেগ বেশি হবে?
  • বেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ হয় কেন?