ফেনল (Phenol) কি? ফেনলের ব্যবহার

ফেনল হচ্ছে একটি অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ। যা আমাদের দেশে কার্বলিক এসিড হিসেবে পরিচিত। ফেনলের আণবিক সংকেতঃ C6H5OH। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেনজিন বলয় থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে সম-সংখ্যক হাইড্রক্সি (–OH) মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে সব যৌগ উৎপন্ন হয় তাদের একত্রে ফেনল বলে। যেমন- বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক (–OH) দ্বারা প্রতিস্থাপিত হলে কার্বলিক এসিড নামক ফেনল পাওয়া যায়। রাসায়নিক ধর্মের দিক দিয়ে ফেনল মৃৃদু অম্লধর্মী।

 

ফেনল এর প্রস্তুতি (Preparation of Phenol)

কিউমিন ফেনল পদ্ধতি : সর্বাধুনিক এ সংশ্লেষণ পদ্ধতিতে প্রায় 90% ব্যবহৃত ফেনলের শিল্পোৎপাদন করা হয়। পেট্রোলিয়াম থেকে উৎপাদিত বেনজিন-বাষ্প ও প্রোপিন থেকে ফ্রিডেল ক্র্যাফট বিক্রিয়ার সাহায্যে কিউমিন প্রস্তুত করা হয়। এ বিক্রিয়ায় 250°C তাপমাত্রা, 30 atm- চাপ ও প্রভাবকরূপে H3PO4 ব্যবহৃত হয়। উৎপন্ন কিউমিনকে 130°C তাপমাত্রায় উত্তপ্ত প্রভাবক Co অথবা Mn লবণসহকারে অক্সিজেন দ্বারা জারিত করে কিউমিন হাইড্রো পারঅক্সাইডে এবং পরে তাকে লঘু H2SO4 এসিড দ্বারা আর্দ্র বিশ্লেষিত করলে ফেনল ও অ্যাসিটোন পাওয়া যায়।

 

ফেনল এর বৈশিষ্ট্য (Properties of Phenol)

ফেনল জলে দ্রবণীয়। ফেনলের সোডিয়াম লবণ সোডিয়াম ফেনোক্সাইড জলে অধিক দ্রবণীয়।

ফেনলের ব্যবহার (Use of Phenol)

১. জীবাণুনাশক লোশনে, কার্বলিক সাবানে ও পচন নিবারক হিসেবে ব্যবহার করা হয়।

২. ব্যাকেলাইট প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়।

৩. স্যালিসাইলিক এসিড ও অ্যাসপিরিন প্রস্তুতিতে ব্যবহার করা হয়।

৪. গাছ সংরক্ষণকারী হিসেবে ব্যবহার করা হয়।

 

Tags :

১। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি? What is Hofmann degradation reaction in Bengali?

২। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি?

৩। মার্কনিকভের নিয়ম কি? What is Markovnikov’s rule in Bengali?

৪। যুত বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?

৫। থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?

৬। ক্যানিজারো বিক্রিয়া কাকে বলে? What is Cannizzaro reaction in Bengali?

৭। মেলামাইন কি? মেলামাইনের ব্যবহার। What is Melamine in Bengali?

৮। অ্যামিনো অ্যাসিড (Amino acid) কি? অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য ও কাজ।

৯। পিউরিন কি? What is Purine in Bengali?

১০। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কত প্রকার ও কি কি?

১১। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে? কত প্রকার ও কি কি?

১২। জ্যামিতিক সমাণুতা কি?

১৩। কার্বক্সিলিক এসিড কি? What is Carbolic Acid in Bengali/Bangla?