প্রশ্ন-১. বিশ্বের সবচেয়ে দূষিত স্থান কোনটি?
উত্তর : ঘানার অ্যাগবোগরোশি।
প্রশ্ন-২. বায়ুমণ্ডলের মোট ভর কত?
উত্তর : বায়ুমণ্ডলের মোট ভর প্রায় 5.5 × 1015 টন।
প্রশ্ন-৩. স্থির তাপমাত্রায় 5 atm চাপে থাকা 10 L গ্যাসের উপর 10 atm চাপ প্রয়ােগ করলে তার আয়তন কত হবে?
উত্তর : 5L।
প্রশ্ন-৪. গ্যাসের চাপ (P) বনাম আয়তনের (V) লেখচিত্রের প্রকৃতি কিরূপ?
উত্তর : লেখচিত্রের প্রকৃতি অধিবৃত্তীয়।
প্রশ্ন-৫. P বনাম V লেখচিত্রে পাওয়া রেখাগুলােকে কি বলা হয়?
উত্তর : সমতাপ (Isother) রেখা।
প্রশ্ন-৬. PV বনাম P লেখচিত্র কিরূপ?
উত্তরঃ X অক্ষের সমান্তরাল রেখাবিশিষ্ট লেখচিত্র।
প্রশ্ন-৭. কখন বয়েলের সূত্রের ব্যতিক্রম দেখা দেয়?
উত্তর : নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে।
প্রশ্ন-৮. বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত কী?
উত্তর : গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক।
প্রশ্ন-৯. গ্যাসের আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কী?
উত্তর : গ্যাসের ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক।
প্রশ্ন-১০. সুনামি বলতে কী বোঝ?
উত্তর : সমুদ্র তলদেশে ভূমিকম্প, ভূমিধ্বস ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এরূপ জলোচ্ছ্বাসকে সুনামি (Tsunami) বলে।
প্রশ্ন-১১. প্রমাণ চাপ কী?
উত্তর : 76 সে.মি. (পারদ) চাপকে অর্থাৎ 1 অ্যাটমোস্ফিয়ার চাপকে প্রমাণ চাপ বলে।
প্রশ্ন-১২. বয়েলের সূত্র কী?
উত্তর : স্থির তাপমাত্রায় কোনাে গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক।
প্রশ্ন-১৩. গ্যাসের ঘনত্ব কিসের উপর নির্ভর করে?
উত্তর : গ্যাসের ঘনত্ব সব সময় গ্যাসের চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে।
প্রশ্ন-১৪. বায়ুমণ্ডলে সাধারণ বায়ুতে নিস্ক্রিয় গ্যাসের পরিমাণ কত?
উত্তর : বায়ুমণ্ডলে সাধারন বায়ুতে আয়তন হিসেবে 0.80% এবং ভর হিসেবে 0.85% নিস্ক্রিয় গ্যাস থাকে।
প্রশ্ন-১৫. LPG কী?
উত্তর : এলপিজির পূর্ণরূপ হলো Liquid Petroleum Gas। এর প্রধান গ্যাসগুলো হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন ইত্যাদি। প্রধানত প্রোপেন ও বিউটেন হাইড্রোকার্বন যুক্ত ক্র্যাকিং থেকে প্রাপ্ত মিশ্রণকে সিলিকা জেল দ্বারা শোষিত করে বিশেষ পদ্ধতিতে চাপ ও তাপ প্রয়োগ করে এলপিজি তৈরি করা যায়। তরল অবস্থায় একে সিলিন্ডারে করে বাজারজাত করা হয়।
প্রশ্ন-১৬. বায়ুমণ্ডল স্তরগুলো কী কী?
উত্তর : বায়ুমণ্ডলের চারটি স্তর হচ্ছে ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল।
প্রশ্ন-১৭. PV = nRT সমীকরণটি কঠিন পদার্থের জন্য প্রযোজ্য নয় কেন?
উত্তর : PV = nRT সমীকরণটি বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সূত্রের সমন্বয়ে পাওয়া যায়। কোনো গ্যাসের আয়তনের সাথে চাপ, তাপমাত্রা ও গ্যাসের অণুর সংখ্যার সম্পর্কযুক্ত সূত্রগুলো যথাক্রমে বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সূত্র। এ সকল সূত্র শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই কঠিন পদার্থের জন্য PV = nRT সমীকরণটি প্রযোজ্য নয়।
প্রশ্ন-১৮. পানি দূষণের প্রধান কারণ শিল্পবর্জ্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর : পানি দূষণের প্রধান কারণ শিল্পবর্জ্য। কারণ পানি দূষণের যে কারণসমূহ আছে তার মধ্যে শিল্পজাত বর্জ্য পদার্থ সব থেকে বেশি ভূমিকা রাখে। শিল্পের বর্জ্য হিসেবে পানিতে মিশ্রিত সাধারণত ক্ষতিকর রাসায়নিক পদার্থ পানিকে মারাত্মকভাবে দূষণ করে। শিল্প কারখানার বর্জ্য, ফেনল, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, ক্ষতিকর এসিড, তেল, রং, তেজস্ক্রিয় পদার্থ, কাগজ, কাগজের মণ্ড, উত্তপ্ত বর্জ্য, সায়ানাইড, ক্ষার, ভাসমান কঠিন পদার্থ ইত্যাদি পানির সাথে মিশে পানির মারাত্মক দূষণ ঘটায়। তাই অন্যান্য দূষণ উৎসের তুলনায় শিল্পবর্জ্য পদার্থকে পানি দূষণের প্রধান কারণ ধরা হয়।