মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এসব জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু (Comet) বলে। ধূমকেতুর ইংরেজি নাম কমেট। এটি গ্রিক শব্দ Komet থেকে এসেছে। এর অর্থ হল এলোকেশী। ধূমকেতু আকাশের এক অতি বিষ্ময়কর জ্যোতিষ্ক। নক্ষত্রের চারিদিকে এরা দীর্ঘপথে পরিভ্রমণ করে। সূর্যের নিকটবর্তী হলে প্রথমে অস্পষ্ট মেঘের আকারে দেখা যায়। ক্রমশ এগুলোর উজ্জ্বল কেন্দ্রবিন্দু এবং কুয়াশার কারণে আচ্ছাদিত কেশের ন্যায় বস্তু দৃষ্টিগোচর হয়। যেমন- হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু প্রায় ৭৫-৭৬ বছর পর পর দেখা যায়।
ধূমকেতুর গঠন
পানি, অ্যামোনিয়া ও মিথেন গ্যাস কোনো নিরেট ক্ষুদ্র শিলাখণ্ডের উপর জমে তৈরি হয় ধূমকেতু। এর একটি মাথা ও লেজ আছে বলে মনে হয়। সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘোরার সময় এর সামনের দিকের পানি বাষ্পে পরিণত হয় এবং বিকিরণ চাপে এর সামনের দিকে স্ফীত (একটি মাথা) ও পিছনের দিকে সরু লেজের মতো হয়ে যায়। দেখতে অনেকটা ঝাড়ুর মতো দেখায়। ধূমকেতুর মাথাটা শিলার মতো ভারী বস্তু এবং পুচ্ছ বা লেজের দিকটি হালকা পদার্থ যেমন ধূলিকণা ও গ্যাস দিয়ে তৈরি।
Tags :
- হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন
- ধূমকেতু কত বছর পর পর দেখা যায়
- ধূমকেতু কবে দেখা যাবে
- হ্যালির ধূমকেতু কবে দেখা যাবে
- এক বিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি?
- ধূমকেতু সূর্যের কাছাকাছি আসলে কী হবে?
- ধূমকেতুর বর্ণনা কি
- ধূমকেতুর দৈর্ঘ্য কত
- হ্যালির ধূমকেতু কত বড়
- কেন হ্যালির ধূমকেতু 1910 সালে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল
- 1997 সালে কোন ধূমকেতু দৃশ্যমান হয়েছিল
- ধূমকেতু কত কিলোমিটার গতিতে চলে