ড্রাইসেল এক ধরনের গ্যালভানিক কোষ, যা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। আমরা সাধারণত টর্চলাইট, রেডিও, টিভির রিমােট, খেলনা চালাতে ড্রাই সেল ব্যবহার করি। ড্রাই সেলও অ্যানোড এবং ক্যাথোড দ্বারা গঠিত।
ড্রাইসেলের গঠন (Structure of Dry Cell)
ড্রাইসেল অ্যানোড ও ক্যাথোড দ্বারা তৈরি। অ্যানোড হিসেবে জিংকের তৈরি কৌটা ব্যবহার করা হয়। কৌটাটি কাই দ্বারা পূর্ণ থাকে। কাই সাধারণত MnO2, NH4Cl, ZnCl2 ও পানির মিশ্রণে তৈরি হয়। কাই এর মাঝখানে ক্যাথোড হিসেবে MnO2 এর ভারী আবরণযুক্ত কার্বন দন্ড ব্যবহার করা হয়। এভাবে ড্রাইসেল তৈরি করা যায়।
ড্রাই সেলের ব্যবহার (Use of Dry cell)
যে সমস্ত কাজে ড্রাই সেল ব্যবহার করা হয় তা হলো–
১। ইলেকট্রনিক ঘড়িতে
২। ক্যালকুলেটরে
৩। বিভিন্ন খেলনায়
৪। টর্চ লাইটে
৫। রেডিও এবং টেপ রেকর্ডারে
৬। ক্যামেরায়
৭। রিমোটে এবং
৮। বিভিন্ন পরিমাপক যন্ত্রে।
ড্রাইসেলের অসুবিধা (Disadvantages of Dry Cell)
ড্রাইসেলের অসুবিধা হলো ব্যবহার করার পর কার্যকারিতা নষ্ট হয়ে গেলে আর ব্যবহার করা যায় না।
ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?
ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
- ডেনিয়েল কোষ গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য উপস্থিত থাকে। কিন্তু ড্রাইসেল গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য অনুপস্থিত থাকে।
- ডেনিয়েল কোষে জিংক দন্ড অ্যানোড ও কপার দণ্ড ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। ড্রাইসেলে জিংকের পাত অ্যানোড হিসেবে ও MnO₂ এর আবরণযুক্ত কার্বন দন্ডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।
- ডেনিয়েল কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ZnSO₄ ও CuSO₄ এর দ্রবণ ব্যবহার করা হয়। ড্রাইসেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড(NH₄Cl) ও জিংক ক্লোরাইড(ZnCl₂) ব্যবহৃত হয়।
এ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তরঃ–
১। ড্রাইসেলে ক্যাথোড হিসেবে কাজ করে কোনটি?
উত্তর : কার্বন দন্ড।
২। ডিপোলাইজার কাকে বলে?
উত্তরঃ যে সকল কোষে নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডেস দিকে প্রবহমান হাইড্রোজেনকে নিস্ক্রিয় করার জন্যে ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড(দন্ড) ব্যবহার করা হয়, তাকে ডিপোলাইজার বলে।
৩। শুষ্ক কোষে অ্যানোড হিসেবে কাজ করে কোনটি?
উত্তর : দস্তার চোঙ।
৪। শুষ্ক কোষের বিভব মান কত?
উত্তর : ১.৫ ভোল্ট।
Tags :
ড্রাই সেল কাকে বলে?; শুষ্ক কোষ কাকে বলে?; ডেনিয়েল সেল কাকে বলে?; ড্রাই সেল এর গঠন; ড্রাই সেলের বিক্রিয়া; শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে-; শুষ্ক কোষের রাসায়নিক বিক্রিয়া; শুষ্ক কোষের বাইরের চোঙটি কিসের তৈরি?; প্রাইমারি সেল কাকে বলে?; ড্রাই সেলের কার্যপ্রণালী; ড্রাই সেল কোন ধরনের সেল?; ড্রাইসেলে ক্যাথোড হিসেবে কাজ করে কোনটি?; শুষ্ক কোষের কার্যপ্রণালী; শুষ্ক কোষের গঠন; ড্রাই সেলের বিক্রিয়াশুষ্ক কোষের কোষ বিভব কত?; ড্রাইসেলে ক্যাথোড হিসেবে কাজ করে?;ড্রাইসেলে কোনটি জারক হিসেবে কাজ করে?; শুষ্ক কোষে mno2 ব্যবহার করা হয় কেন?;