গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কাকে বলে?

গলনাঙ্কঃ যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে সেই নির্দিষ্ট তাপমাত্রাকে ঐই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো বস্তুর অণুসমূহের আন্তঃআণবিক বল ও অণুসমূহের গতিশক্তি সমান হয় বা বস্তুটি তরলে পরিণত হয় তাকে ঐ বস্তুর গলনাঙ্ক বলে। যেমন : 0°C তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়। সুতরাং বরফের গলনাঙ্ক 0°C।

স্ফুটনাঙ্কঃ যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হতে থাকে, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে ঐই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ স্বাভাবিক চাপে (latm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলে। যেমন : পানির ফুটনাংক 100°C। অর্থাৎ 100°C তাপমাত্রায় পানি ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হয়।

 

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১। পানির স্ফুটনাঙ্ক ১০০°C বলতে কী বোঝায়?

উত্তর : পানির স্ফুটনাঙ্ক ১০০°C বলতে বোঝায়, পানি ১০০°C তাপমাত্রায় ফুটতে শুরু করে।

২। মোমের গলনাঙ্ক কত?

উত্তর : মোমের গলনাঙ্ক ৫৭ ডিগ্রি সেলসিয়াস (৫৭°C)।

৩। বরফের গলনাঙ্ক 0°C বলতে কী বোঝায়?

উত্তর : বরফের গলনাঙ্ক 0°C বলতে বোঝায় 0°C তাপমাত্রায় বরফ তার দৃঢ়তা হারিয়ে কঠিন অবস্থা থেকে তরল অবস্থার পানিতে রূপান্তরিত হয়।

 

Tags :

  • গলনাঙ্ক কাকে বলে class 8
  • গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মধ্যে পার্থক্য
  • গলনাঙ্ক সবচেয়ে বেশি কোনটির
  • গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয়
  • গলনাঙ্ক পরিমাপ করা হয় কোন চাপে
  • গলনাঙ্ক সবচেয়ে কম কোনটির
  • গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে
  • বরফের গলনাঙ্ক কত
  • পানির গলনাঙ্ক কত ফারেনহাইট
  • কোন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নেই
  • পানির স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক কত
  • সোনার গলনাঙ্ক ও হিমাঙ্ক কত
  • বরফের গলনাঙ্ক নির্ণয় ব্যবহারিক