ইউআরএল কি? ইউআরএল এর প্রয়োজনীয়তা কি?

আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক (ক্যারেক্টার ও নাম্বার সম্বলিত) রূপই হচ্ছে ওয়েব অ্যাড্রেস। মূলত ওয়েব অ্যাড্রেস ডোমেইনে অন্তর্ভূক্ত একটি কম্পিউটারের পরিচয় বহন করে যা ওয়েব সার্ভিস প্রদান করে। ওয়েব অ্যাড্রেস URL নামে পরিচিত।

আজকে আমাদের আলোচনার বিষয় এই URL সম্পর্কে। এই পোস্টটি পড়ে URL কি, URL-এর পূর্ণরূপ কি, URL কি কাজে লাগে, URL এর প্রয়োজনীয়তা জানতে পারবেন। তো চলুন শুরু করি আজকের আলোচনা,,,,।

 

ইউআরএল (URL)

URL এর পূর্ণরূপ হচ্ছে Universal/Uniform Resource Locator। যেমন – www.google.com।

প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে কোন ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। প্রতিটি ওয়েব অ্যাড্রেসের পেছনে একটি আইপি অ্যাড্রেস কাজ করে। ইন্টারনেটে যখন কোন ওয়েব অ্যাড্রেস লিখে এন্টার চাপা হয় তখন DNS এর মাধ্যমে তা আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে যায় এবং নির্দিষ্ট কম্পিউটার খুঁজে পায়। আমরা বলতে পারি, আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক (ক্যারেক্টার ও নাম্বার সম্বলিত) রূপই হচ্ছে ওয়েব অ্যাড্রেস। মূলত ওয়েব অ্যাড্রেস ডোমেইনে অন্তর্ভুক্ত একটি কম্পিউটারের পরিচয় বহন করে যা ওয়েব সার্ভিস প্রদান করে। ওয়েব এড্রেস URL নামে পরিচিত। URL এর অর্থ Universal/Uniform Resource Locator। URL দুটি পৃথক অংশ দ্বারা তৈরি করা হয়, একটি হলো protocol আর অপরটি হলো domain name। প্রটোকল URL-এর প্রথম অংশ, যা নির্দেশ করে সাইটটি কি ধরনের ওয়েবসাইট, কোন ফাইল ট্রান্সফার সাইট নাকি কোন secure সাইট। এক্ষেত্রে প্রটোকলটি হলো http, যেটার অর্থ হচ্ছে Hypertext Transfer Protocal এবং এটি হচ্ছে ওয়েবপেজ এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর প্রটোকল। আর দ্বিতীয় অংশটা হচ্ছে domain name যেটা অনেকটা আমাদের বাড়ির ঠিকানার মতো। এটা ওয়েব ব্রাউজারকে বলে দেয় সাইটটি খুঁজে পেতে হলে কোথায় যেতে হবে। একটি URL এর যে যে অংশ থাকে তাহলো-

১. Protocol

বেশির ভাগ ওয়েব এড্রেস শুরু হয় http:// দিয়ে। এর অর্থ  Hypertext Transfer Protocol৷ ইন্টারনেটের মাধ্যমে সাধারণ ওয়েবপেজ গুলোকে ট্রান্সফার করতে এই প্রটোকল ব্যবহার করা হয়। অন্যান্য প্রটোকলের মধ্যে যেগুলো আপনার চোখে পড়বে তার একটি হলো- ftp://(file transfer protocol) এবং https:// এটি ব্যবহার করা হয় সুরক্ষিত ওয়েবসাইটের ক্ষেত্রে, যেসব সাইটে গুরুত্বপুর্ণ ও গোপনীয় তথ্য আদান-প্রদান করা হয়। এই সব সাইটে ঢোকার জন্য লগ ইন করতে হয়।

২. Domain name

domain name-এর বেশ কিছু অংশ আছে। মূলত ওয়েব এড্রেসের এই অংশটিই ইন্টারনেট প্রটোকল (IP) এড্রেসের আসল কাজটি করে।

৩. www

বেশির ভাগ ওয়েব এড্রেসে www  অংশটি থাকে। এর অর্থ World Wide Web। domain name- এর প্রথম অংশে এটি থাকে।

৪. Host

Domain name- এর এই অংশে ওয়েবসাইটের সত্ত্বাধিকারীর নির্বাচিত কোন নাম দেয়া থাকে। এ নামটি কোন ব্যক্তি বা কোম্পানির নামেও হতে পারে।

৫. সাইটের ধরণ

domain name-এর এই অংশটা বলবে সাইটটি কি ধরণের সাইট। উদাহরণস্বরূপ, .co  অথবা .com-এর অর্থ হলো সাইটটি কোন কমার্শিয়াল সাইট, আবার .gov-এর অর্থ হলো সরকারি প্রতিষ্ঠানসমূহের সাইট, .org -এর অর্থ সেবামূলক প্রতিষ্ঠানসমূহের সাইট, . edu  অথবা .ac এর অর্থ হলো শিক্ষামূলক সাইট।

৬. দেশ

US ব্যতীত অপর কোন দেশের ওয়েবসাইট হলে সাইটটির একটি country code থাকতে পারে। যেমন .uk-এর অর্থ হলো এটি United Kingdom ভিত্তিক কোন ওয়েবসাইট।

 

URL-এর প্রয়োজনীয়তা

URL এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে– যার সাহায্যে ওয়েব সাইটের তথ্য খুঁজে বের করা যায়। যাকে URL অ্যাড্রেস বলে। এই URL অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করা সম্ভব। URL – এ Protocol, sub-domain, Host Name, Domain Name ও Location উল্লেখ থাকে। তাই একটি ওয়েবসাইটের ধরণ, ঠিকানা, জায়গা এবং কী ধরনের সেবা প্রদান করে তাঁ URL এর মাধ্যমে জানা সম্ভব। তাই বলা যায় যে, ওয়েবসাইটে URL প্রয়োজনীয়তা অনেক।