আন্ডারগ্রাউন্ড ক্যাবল কি?

কোনো নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজকে প্রতিরোধ করতে পারে, এমন পর্যাপ্ত ইন্স্যুলেশনের সমন্বয়ে প্রস্তুতকৃত কন্ডাক্টর বা পরিবাহীকে আন্ডারগ্রাউন্ড ক্যাবল বলে। আন্ডারগ্রাউন্ড ক্যাবলে প্রয়োজনীয় ভোল্টেজকে প্রতিরোধ করার জন্য পি.ভি.সি, ভি.আই.আর ও ভি.সি ইত্যাদি ইন্স্যুলেশন দেয়া হয়।

ঘনবসতিপূর্ণ এলাকায় আন্ডারগ্রাউন্ড ক্যাবল ব্যবহার সুবিধাজনক। আমাদের দেশে সাব-স্টেশনে, কানেকশনে আন্ডারগ্রাউন্ড ক্যাবলের ব্যবহার বেশি। ট্রান্সমিশন সিস্টেমে এখনও আমাদের দেশে আন্ডারগ্রাউন্ড ক্যাবল ব্যবহৃত হচ্ছে না।

 

আন্ডারগ্রাউন্ড ক্যাবল ইন্সটলেশন

আন্ডারগ্রাউন্ড ক্যাবল ইন্সটলেশন বলতে মাটির নিচে পর্যাপ্ত ইন্স্যুলেশন সমন্বয়ে প্রস্তুতকৃত ক্যাবল বসানোর যাবতীয় বৈদ্যুতিক কাজ স্থাপন করার পদ্ধতিকে বুঝায়। সাধারণত তিনটি পদ্ধতিতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসানো হয়ে থাকে। যথা –

(১) সরাসরি পদ্ধতি;

(২) ড্র-ইন পদ্ধতি এবং

(৩) সলিড পদ্ধতি।