p ব্লক মৌল এবং d ব্লক মৌল কাকে বলে?

p-ব্লক মৌল কাকে বলে?

যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি p অরবিটালে প্রবেশ করে সেগুলোকে p-ব্লক মৌল বলে। পর্যায় সারণির IIIA থেকে VIIA এবং He ছাড়া ‘0’ (শূন্য) গ্রুপের মৌলসমূহ p-ব্লকের অন্তর্ভুক্ত। এদের বহিঃস্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np1-6।

[n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা পর্যায় সংখ্যা নির্দেশ করে]

যেমন- Al (13) – 1s2 2s2 2p6 3s2 3p1

Cl (17) – 1s2 2s2 2p6 3s2 3p5

 

d-ব্লক মৌল কাকে বলে?

যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি d-অরবিটালে প্রবেশ করে সেগুলোকে d-ব্লক মৌল বলে। পর্যায় সারণির সকল B গ্রুপ এবং VIII গ্রুপ ভুক্ত মৌলসমূহ d-ব্লকের অন্তর্ভুক্ত। এদের বহিঃস্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস (n-1)d1-10 ns1-2।

[n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা পর্যায় সংখ্যা নির্দেশ করে]

যেমন- Fe (26) – 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2

Zn (30) – 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2

 

আরো পড়ুনঃ-

১। যোজ্যতা কাকে বলে?

২। নাইট্রোজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন?

৩। অরবিটাল সংকরণ কাকে বলে? অরবিটাল সংকরণ কত প্রকার ও কি কি?

৪। যৌগমূলক কি? যৌগমূলকের উদাহরণ।

৫। মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

৬। সন্নিবেশ বন্ধন কাকে বলে? সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত কি কি?