HIV ও AIDS কি? এইচআইভি ও এইডস এর প্রভাব

এইচআইভি ও এইডস দুটি ইংরেজি শব্দ। শব্দ দুটির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে- Human Immuno Deficiency Virus (HIV) এবং Acquired Immune Deficiency Syndrome (AIDS)। এইচআইভি একটি অতি ক্ষুদ্র বিশেষ ধরনের ভাইরাস যা কোনো মানুষের শরীরে নির্দিষ্ট কয়েকটি উপায়ে প্রবেশ করে রক্তের শ্বেতকণিকা ধ্বংসের মাধ্যমে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। তখন সে ব্যক্তি নানা ধরনের রোগ যেমন ডায়রিয়া, যক্ষ্মা, নিউমোনিয়া প্রভৃতিতে ঘন ঘন আক্রান্ত হয় এবং কোনো চিকিৎসায় এ সমস্ত রোগ ভালো হয় না। এইচআইভি সংক্রমিত কোনো ব্যক্তির এরূপ অবস্থাকে এইডস (AIDS) বলে। এইচআইভি কোনো ব্যক্তির শরীরের প্রবেশের পর সাথে সাথে কোনো লক্ষণ দেখা দেয় না। এইডস হিসেবে প্রকাশ পেতে বেশ কিছুদিন সময় লাগে। সাধারণত এটা মনে করা হয়ে থাকে যে এইচআইভি সংক্রমণের শুরু থেকে এইডস হওয়ার সময় ৬ মাস থেকে বেশ কয়েক বছর হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ৫ থেকে ১০ বছর অথবা তারও বেশি সময় পরে এইডস ধরা পড়ে। এই সময়কালকে সুপ্তাবস্থা বলে। এই সময়ের মধ্যে এইচআইভি আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সুস্থ ব্যক্তি সংক্রমিত হতে পারে।

 

এইচআইভি ও এইডস এর প্রভাব

এইচআইভি ও এইডসে আক্রান্ত হলে এর প্রভাবে নিজের স্বাস্থ্য ছাড়াও পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এর সুদূরপ্রসারী প্রভাব দেখা যায়। যেমন–

১। স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রভাব : শরীরে একবার এইচআইভি ভাইরাস প্রবেশ করলে তা সারা জীবন থেকে যায়। পরবর্তীতে তা শারীরিক সম্পর্ক বা তরল পদার্থের মাধ্যমে অন্যের শরীরে ছড়ায়, যা স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

২। পরিবারের উপর প্রভাব : এইডস আক্রান্ত ব্যক্তিকে স্থানীয় লোকজন ও পাড়া প্রতিবেশী এড়িয়ে চলে। ফলে সে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় হতে হয়। এইডস আক্রান্ত ব্যক্তিকে কর্ম থেকে অব্যাহতি দেওয়ার ফলে পরিবারে আর্থিক অনটন দেখা দেয়, যা পরিবারের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে।

৩। অর্থনৈতিক প্রভাব : এইডস আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যায়। সে কাজকর্ম, আয়-রোজগার করতে পারে না। ফলে ঐ ব্যক্তির উন্নয়নের উপর বিরূপ প্রভাব পড়ে।

 

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। AIDS এর পূর্ণরূপ কী?

ক) Acquired Immunological Deficiency Syndrome

খ) Acquired Immmuno Difference Syndrome

গ) Acquired Immune Deficiency Syndrome

ঘ) Actual Immuno Deficiency Syndrome

সঠিক উত্তর : গ

২। AIDS কত সালে আবিষ্কৃত হয়?

ক) ১৯৬১ সালে

খ) ১৯৭১ সালে

গ) ১৯৮১ সালে

ঘ) ১৯৯১ সালে

সঠিক উত্তর : গ

৩। বিশ্বে বর্তমানে কত লোক AIDS এ আক্রান্ত?

ক) ২ কোটি ১০ লাখ

খ) ২ কোটি ২০ লাখ

গ) ২ কোটি ৩০ লাখ

ঘ) ২ কোটি ৪০ লাখ

সঠিক উত্তর : গ

৪। AIDS এ আক্রান্তদের কত শতাংশ নারী?

ক) ৩০

খ) ৪০

গ) ৫০

ঘ) ৬০

সঠিক উত্তর : খ

৫। AIDS এ আক্রান্তদের কত শতাংশ পুরুষ?

ক) ৩০

খ) ৪০

গ) ৫০

ঘ) ৬০

সঠিক উত্তর : ঘ

৬। জীবাণু প্রবেশের কত মাস পর এইডসের লক্ষণ প্রকাশ পায়?

ক) প্রায় ছয় মাস

খ) প্রায় চার মাস

গ) প্রায় তিন মাস

ঘ) প্রায় পাঁচ মাস

সঠিক উত্তর : ক

৭। HIV কী ধরনের ভাইরাস?

ক) লেন্টি ভাইরাস

খ) কম্পিউটার ভাইরাস

গ) ভ্যারিসালা ভাইরাস

ঘ) মাইক্রো ভাইরাস

সঠিক উত্তর : ক

৮। HIV এর পূর্ণরূপ কী?

ক) Hammcring Investigation Deficiency Virus

খ) Hammcring Intermediate Deficiency Virus

গ) Human Intermediate Deficiency Virus

ঘ) Human Immune Deficiency Virus

সঠিক উত্তর : ঘ

৯। HIV ভাইরাস শরীরের কোনটিকে আক্রমণ করে?

ক) গালের কোষকে

খ) রোগ প্রতিরোধ ক্ষমতাকে

গ) মূত্রনালীকে

ঘ) যকৃতকে

সঠিক উত্তর : খ

১০। HIV কোনটির ক্ষতিসাধন করে?

ক) শ্বেত রক্তকণিকা

খ) অনুচক্রিকা

গ) রক্তরস

ঘ) লোহিত রক্তকণিকা

সঠিক উত্তর : ক