পদাশ্রিত নির্দেশক কাকে বলে? পদাশ্রিত নির্দেশক এর অপর নাম কি?

বিশেষ্য বা বিশেষণ পদকে বিশেষভাবে নির্দেশ করার জন্য যেসব শব্দ বা শব্দাংশ অর্থাৎ অব্যয় বা প্রত্যয় ব্যবহৃত হয়, তাদের পদাশ্রিত নির্দেশক বলে। যেমন : টা, টি, টুক, টুকু, টুকুন, খান, খানা, গাছ, গাছা, গাছি ইত্যাদি। পদাশ্রিত নির্দেশকের অপর নাম পদাশ্রিত অব্যয়। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার দ্বারা আমরা ব্যক্তি বা বস্তুর আকার, আকৃতি, প্রকৃতি ও রূপ সম্বন্ধে একটা … Read more

ধ্বনি পরিবর্তন কাকে বলে? ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা ও কি কি?

ধ্বনি পরিবর্তন বলতে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির পরিবর্তনকেই বোঝায়। নিম্নে ধ্বনি পরিবর্তনের কয়েকটি নিয়ম ধারা উল্লেখ করা হল : (১) অন্তর্হতি : পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে অন্তর্হতি বলে। যেমন– ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা, ফাল্গুন > ফাগুন ইত্যাদি। (২) অভিশ্রুতি : অপিনিহিত অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে … Read more

বর্ণমালা কাকে বলে? বাংলা বর্ণমালা কয়টি? বর্ণের মাত্রা কাকে বলে?

যে কোন ভাষার ধ্বনির লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা (Alphabet) বলে। ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন, “কোন ভাষার লিখিত যে সকল ধ্বনি-দ্যোতক চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোর সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা (Alphabet) বলে।” বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণগুলোকে একত্রে বাংলা বর্ণমালা বলা হয় এবং তাদের প্রত্যেককে বলা হয় বাংলা লিপি। ভাষা বিজ্ঞানী ও ধ্বনি বিজ্ঞানীরা গবেষণা করে … Read more

আত্মকর্মসংস্থান কাকে বলে? উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের মধ্যে পার্থক্য কি?

সহজ অর্থে, নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান (Self-employment) বলে। আরও একটু স্পষ্ট করে বলা যায় যে, নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়। আত্মকর্মসংস্থান হচ্ছে মজুরি বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম উপায়। আত্মকর্মসংস্থান পেশা বলতে বুঝায় যখন কোনাে … Read more

হোস্টিং ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ কি কাজে লাগে?

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আজকে এই টিউটোরিয়ালে আমি ব্যান্ডইউথ কি এবং কি কাজে লাগে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জানি না ব্যান্ডউইথ বলতে আসলে কি বোঝায়! তো আপনি আজকের এই পোস্টটি পড়ে ব্যান্ডউইথ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হোস্টিং ব্যান্ডউইথ কি? (What is Hosting Bandwidth in Bangla?) হোস্টিং ব্যান্ডউইথ হলো আপনার ওয়েবসাইট অর্থাৎ … Read more

উপসর্গ কাকে বলে? অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি?

বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছ, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের আগে বসে অর্থের পরিবর্তন করে। যেসব অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে। যেমনঃ প্র+বাদ= প্রবাদ, অপ+কার=অপকার, অধি+কার=অধিকার, আ+কার=আকার ইত্যাদি। এখানে, বাদ -এর সঙ্গে ‘প্র’ যোগ হয়ে প্রবাদ হয়েছে। কার-এর সঙ্গে … Read more

বিকাশ কি? বিকাশ পিন লক হলে করণীয় কী?

আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বিকাশ কি এবং বিকাশ একাউন্টের পিন লক হলে কিভাবে রিসেট করবেন সে বিষয় নিয়ে। তো চলুন প্রথমেই জেনে নেই বিকাশ কি? বিকাশ হচ্ছে টাকা (অর্থ) আদান-প্রদানের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম। বিকাশ প্রথম চালু হয় ২০১১ সালে। এটি বাংলাদেশের মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি পরিষেবা। … Read more

সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্রস্রোতের কারণ ও ফলাফল কি?

সমুদ্রের পানি এক জায়গায় থেমে থাকে না। বিভিন্ন কারণে এ পানি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছে। সমুদ্রের পানির এ গতিকে সমুদ্র স্রোত বলে। সমুদ্রস্রোতের প্রধান কারণ বায়ুপ্রবাহ। সমুদ্রস্রোতকে উষ্ণতার তারতম্য অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। যথা– (ক) উষ্ণ স্রোত ও (খ) শীতল স্রোত। উষ্ণ স্রোতঃ নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি হালকা হয় … Read more

মূল্যবোধ কি? মূল্যবোধের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং শ্রেণিবিভাগ।

মূল্যবোধ কি? (What is Values in Bengali/Bangla?) মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। আক্ষরিক অর্থে মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান। অর্থাৎ মূল্যবোধ হলো সেসব রীতি-নীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের … Read more

মানচিত্র কাকে বলে? মানচিত্রে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় কেন?

মানচিত্র একজন ভূগোলবিদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ (Tools)। এর সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো এক অঞ্চলকে দেখাতে পারি। আমরা কোনো একটি কাগজের মধ্যে মানচিত্র এঁকে সেখানে চিহ্ন দিয়ে সেই অঞ্চলের অবস্থা সম্বন্ধে বুঝাতে পারি। একটি মানচিত্র যে কেবল … Read more