স্লাইড ক্যালিপার্স কাকে বলে? স্লাইড ক্যালিপার্স এর অপর নাম কি?

 

স্লাইড ক্যালিপার্স কি বা কাকে বলে? (What is called Slide calipers in Bengali/Bangla?)

যে যন্ত্রের সাহায্যে ভার্নিয়ার পদ্ধতি দ্বারা কোন বস্তুর দৈর্ঘ্য, উচ্চতা, ফাঁপা নলের অন্তঃব্যাস, বহির্ব্যাস ও আয়তন সূক্ষ্মভাবে পরিমাপ করা হয় তাকে স্লাইড ক্যালিপার্স (Slide calipers) বলে। এই যন্ত্রের দুটি অংশ– একটি প্রধান স্কেল এবং অপরটি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটি প্রধান স্কেলের গা ঘেষে চলাচল করতে পারে বলে এই যন্ত্রকে স্লাইড ক্যালিপার্স।

 

স্লাইড ক্যালিপার্স কি কি কাজে ব্যবহৃত হয়?

যেসব কাজে স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হয় তা হলো–

১. দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে।

২. গোলকের ব্যাস নির্ণয়ে তথা আয়তন নির্ণয়ে।

৩. সিলিন্ডার বা চোঙের ব্যাস নির্ণয়ে।

৪. ফাঁপা টিউব বা নলের ভেতরের ও বাহিরের ব্যাস নির্ণয়ে।

৫. আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ে।

৬. সিলিন্ডারের উচ্চতা নির্ণয়ে।

 

Tags :

  • স্ক্রু গজ ও স্লাইড ক্যালিপার্স এর পার্থক্য কি?
  • স্লাইড ক্যালিপার্স এর অপর নাম কি?
  • স্লাইড ক্যালিপার্স এর সূত্র কী?
  • স্লাইড ক্যালিপার্সের সাহায্যে গোলকের আয়তন নির্ণয়
  • স্লাইড ক্যালিপার্স এর চিত্র
  • স্লাইড ক্যালিপার্স এর দাম কত?
  • স্লাইড ক্যালিপার্স এর ব্যবহার