অসিলেটর কি? অসিলেটরের সুবিধা ও অসুবিধা কি?

অসিলেটর (Oscillator) এমন একটি ডিভাইস যা ডিসি এনার্জিকে এসি এনার্জিতে রূপান্তরিত করতে পারে। এর সাহায্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির এবং বিভিন্ন আকৃতির ভোল্টেজ ওয়েব উৎপন্ন করা যায়। অসিলেটর সাধারণত কয়েক হার্টজ হতে বহু মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জের সাইনুসাইডাল এবং নন-সাইনুসাইডাল উভয় ধরনের ওয়েভ উৎপন্ন করতে সক্ষম। অসিলেটর প্রকৃতপক্ষে একটি পজেটিভ ফিডব্যাক সম্পন্ন আনস্ট্যাবল অ্যামপ্লিফায়ার।

 

অসিলেটরের প্রকারভেদ

উৎপন্ন এসি সিগন্যালের প্রকারভেদ অনুযায়ী অসিলেটরকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:

১. সাইনুসয়ডাল (Sinusoidal) বা হারমোনিক অসিলেটর

২. নন সাইনুসয়ডাল (Non-sinusoidal) বা রিলাক্সেশন অসিলেটর

সাইনুসয়ডাল অসিলেটর আবার দুই প্রকার। যথা:

ক. ড্যাম্পড (Damped) অসিলেটর

খ. আনড্যাম্প (Undamped) অসিলেটর

আন ড্যাম্পড অসিলেটর আবার কয়েক ভাগে বিভক্ত। যথা:

i) ক্রিস্টাল অসিলেটর

ii) হার্টলি অসিলেটর

iii) ফেজ-শিফট অসিলেটর

iv) ওয়েন ব্রিজ অসিলেটর

v) টিউনড অসিলেটর

vi) কলপিটস অসিলেটর

নন সাইনুসয়ডাল অসিলেটর আবার কয়েক প্রকার। যথা:

ক. মাল্টি ভাইব্রেটর

খ. ব্লকিং অসিলেটর

গ. স-টুথ জেনারেটর

ঘ. ভেন্ডার পোল অসিলেটর

ঙ. গ্লো টিউব ডিসটার্জ অসিলেটর

চ. স্কয়ার ওয়েভ জেনারেটর

 

অসিলেটর এর বৈশিষ্ট্য

১. পজেটিভ ফিডব্যাকে কাজ করে।

২. একটি নন-রোটেটিং ইলেকট্রনিক ডিভাইস।

৩. ডিসি এনার্জিকে এসি এনার্জিতে রূপান্তরিত করে।

৪. কম ফ্রিকুয়েন্সি সিগন্যালকে বেশি ফ্রিকুয়েন্সি সিগন্যালে পরিণত করে।

৫. সময়ের সাপেক্ষে আউটপুট ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত থাকে।

 

অসিলেটরের ব্যবহার

  • রেডিও ট্রান্সমিটার ও রেডিও রিসিভারে ব্যবহার করা হয়।
  • টিভি ট্রান্সমিটার ও টিভি রিসিভারে ব্যবহার করা হয়।
  • অসিলোস্কোপে (Oscilloscope) ব্যবহার করা হয়।

 

অসিলেটরের সুবিধা

১. দীর্ঘস্থায়ী;

২. দক্ষতা খুব ভালো;

৩. সহজে বহন করা যায়;

৪. খরচ কম;

৫. কাঙ্ক্ষিত ফ্রিকুয়েন্সি পাওয়ার জন্য অসিলেশন ফ্রিকুয়েন্সি সহজেই পরিবর্তন করা যায়।

 

এ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তরঃ–

১। অসিলেটরের প্রয়োজনীয় উপাদানগুলো কী কী?

উত্তরঃ অসিলেটরের প্রয়োজনীয় উপাদান তিনটি। যথা :

১. ইন্টারনাল অ্যামপ্লিফায়ার।

২. ফিডব্যাক সার্কিট।

৩. ট্যাংক সার্কিট।