ইউনিয়ন পরিষদ কি? (What is Union council in Bengali/Bangla?)
ইউনিয়ন পরিষদ হল বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক ব্যবস্থা।
ইউনিয়ন পরিষদের আয় এর উৎস কী কী?
ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো হলো- বাড়ি, দালান-কোঠার উপর কর; জন্ম, বিবাহ ও ভোজের উপর ফি; সিনেমা, থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির উপর কর; যানবাহনের ওপর কর; লাইসেন্স, পারমিট ফি; হাট-বাজার, জলমহাল, ফেরিঘাট ইজারা, টোল সংগ্রহ; জনস্বার্থে বিশেষ কল্যাণকর কাজের জন্য ফি; সরকার প্রদত্ত অনুদান ইত্যাদি।
ইউনিয়ন পরিষদের সদস্য হতে হলে কী কী যোগ্যতা থাকতে হয়?
ইউনিয়ন পরিষদের সদস্য হতে হলে নিচের যোগ্যতা থাকতে হয়। যেমন–
১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. কম করে ১৮ বছর বয়স হতে হবে।
৩. সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত হতে হবে।
৪. সরকারি কর্মচারি না হওয়া।
৫. আইনে ঘোষিত কোনোভাবে অযোগ্য বিবেচিত না হওয়া।
ইউনিয়ন পরিষদ কেন গঠন করা হয়?
গ্রামের সমস্যা দূর করতে, গণসচেতনতা বৃদ্ধি করতে ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হয়েছে। ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। বর্তমানে আমাদের দেশে ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
ইউনিয়ন পরিষদের কার্যাবলি
ইউনিয়ন পরিষদের কার্যাবলি বর্ণনা করা হলো-
- ইউনিয়ন পরিষদ এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ করে।
- ইউনিয়ন পরিষদ কৃষির উন্নয়নের জন্যে উন্নতমানের বীজ, সার, কীটনাশক সরবরাহ ও অধিক খাদ্য উৎপাদনে উৎসাহ প্রদান করে।
- ইউনিয়ন পরিষদ মৎস্য চাষ, পশুপালন ও পশুসম্পদ উন্নয়নের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
- ইউনিয়ন পরিষদ জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষার জন্যে গণসচেতনতা তৈরি করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
- ইউনিয়ন পরিষদ জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্যে কুটির শিল্প স্থাপন ও সমবায় আন্দোলন পরিচালনা করে এবং এ ব্যাপারে জনগণকে উৎসাহিত করে।
- ইউনিয়ন পরিষদ গ্রামীণ জীবনের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করে।
উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে পার্থক্য কি?
উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
উপজেলা পরিষদ
- একজন নির্বাচিত চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান (এদের মধ্যে একজন মহিলা) এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার (যদি থাকে) মেয়র এবং তিনজন মহিলা কাউন্সিলরের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়।
- উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয়সাধন করে এবং উপজেলা পরিষদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
ইউনিয়ন পরিষদ
- একজন নির্বাচিত চেয়ারম্যান, নয়জন নির্বাচিত সাধারণ সদস্য ও তিনজন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসনে) নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
- ইউনিয়ন পরিষদ কেবল সংশ্লিষ্ট ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
উপসংহার: গ্রামীণ উন্নয়নের চাবিকাঠি
ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সরকার ব্যবস্থায় এর ভূমিকা অপরিসীম।
এ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তরঃ–
একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ড থাকে?
উত্তর: বর্তমানে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত। প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে মোট ৯ জন নির্বাচিত সদস্য থাকে। এছাড়াও, সংরক্ষিত আসনে ৩ জন মহিলা সদস্য নির্বাচিত হন।
এই ৯টি ওয়ার্ড ছাড়াও, প্রতিটি ইউনিয়নে একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন।
ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তর: ইউনিয়ন পরিষদ ১৩ জন সদস্য নিয়ে গঠিত।
২। একটি ইউনিয়ন পরিষদে নির্বাচিত সাধারণ সদস্য সংখ্যা কতজন?
উত্তর : ৯ জন।
৩। প্রতিটি ইউনিয়নে সংরক্ষিত আসনে কতজন মহিলা সদস্য থাকে?
উত্তর : ৩ জন।
৪। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর?
উত্তর : ৫।
৫। একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সংখ্যা কত?
উত্তর : ১ জন।
৬। বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
উত্তর : ৪,৫৫৪টি।
৭। ইউনিয়ন পরিষদের আয়ের ৫টি উৎস লেখো।
উত্তরঃ ইউনিয়ন পরিষদের আয়ের ৫টি উৎস হলো-
১। বাড়িঘর, দালানকোঠার ওপর কর;
২।গ্রাম পুলিশ রেট;
৩। জন্ম, বিবাহ ও ভোটের ওপর ফি;
৪। সিনেমা, থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির ওপর কর;
৫। যানবাহনের ওপর কর;
আরো পড়ুনঃ
Tags :
- ইউনিয়ন পরিষদের কার্যাবলী কয়টি?; ইউনিয়ন পরিষদ কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত?; ইউনিয়ন পরিষদের কাজ কি?; ইউনিয়ন পরিষদের সেবা সমূহ; ইউনিয়ন পরিষদের প্রকল্প; ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কতজন?; একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ড থাকে?; সর্বশেষ ইউনিয়ন পরিষদ কোনটি?; প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?; ইউনিয়ন কাকে বলে?; বাংলাদেশে কয়টি ওয়ার্ড আছে?; ইউনিয়ন পরিষদ অর্থ কি?; ইউনিয়ন পরিষদ কি কি কাজ করে?; ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয়?;
আরও তথ্যের জন্য, আপনি https://lgd.gov.bd/ দেখতে পারেন।
আপনার কি ইউনিয়ন পরিষদের কোন বিশেষ দিক সম্পর্কে জানতে চান?