এপিলেপসি কি? What is Epilepsy in Bengali?

এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ, যাতে আক্রান্ত ব্যক্তির শরীরে খিচুনি বা কাঁপুনি দিতে থাকে। অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে। এই রোগকে মৃগী রোগও বলা হয়। অনেক ক্ষেত্রে এই রোগের কারণে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করেই সাময়িকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, শরীর কাঁপুনি ও খিচুনি দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে। আগুন বা পানির সাথে এপিলেপ্সির লক্ষণ প্রকাশ পাওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু রোগাক্রান্ত অবস্থায় কোথাও পড়ে গেলে রোগী নিজ শক্তিতে উঠতে পারে না। এই কারণে এসব রোগীকে জলাশয় বা আগুন কিংবা অন্যান্য বিপজ্জনক বস্তু বা স্থান থেকে দূরে রাখতে হয়। এপিলেপসির মূল কারণ এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। স্ট্রোকে আক্রান্ত রোগীদের মৃগী রোগ দেখা দেয়। মাথায় আঘাতের কারণে ম্যানিনজাইটিস, এনসেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতি, টিউমার ইত্যাদি কারণেও এপিলেপসির উপসর্গ দেখা দেয়। এপিলেপসি যেকোনো বয়সে হতে পারে। কোনো কোনো এপিলেপসির কোনো দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব নেই, আবার কোনোটা মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এপিলেপসির ধরন নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন।

 

এপিলেপসি রোগের কারণ কি? (What are the Causes of Epilepsy in Bengali)

নিম্নলিখিত কারণে এ রোগ হতে পারে-

  • মৃগীর খিঁচুনি জেনেটিক হতে পারে- মৃগীরোগে আক্রান্ত প্রতি ৩ জনের মধ্যে প্রায় ১ জনের এই রোগের পারিবারিক ইতিহাস রয়েছে।
  • মাথায় আঘাতের পর মস্তিষ্কের টিস্যুর দাগ (পোস্ট-ট্রমাটিক এপিলেপসি)
  • প্রসবপূর্ব মাথায় আঘাত (সন্তানের জন্মের আগে মাথায় আঘাত)
  • মাথায় আঘাত বা আঘাত, যেমন একটি যানবাহন দুর্ঘটনা
  • ব্রেন স্ট্রোক (35 বছরের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে এটি মৃগীরোগের প্রধান কারণ)
  • ব্রেন টিউমার বা সিস্ট
  • শিশুর জন্মের সময় মস্তিষ্কে অক্সিজেনের অভাব।
  • বিকাশজনিত ব্যাধি বা স্নায়বিক রোগ জন্ম থেকেই উপস্থিত
  • ডিমেনশিয়া বা আলঝাইমার রোগ
  • মায়েদের ওষুধের ব্যবহার
  • অত্যধিক অ্যালকোহল বা ড্রাগ অপব্যবহার
  • সংক্রামক রোগ যেমন এইডস, মেনিনজাইটিস যা মস্তিষ্কের টিস্যুতে ছড়িয়ে পড়ে।
  • ভাস্কুলার রোগ

 

এপিলেপসি রোগের উপসর্গ কি কি? (What are the symptoms of Epilepsy in Bengali)

এপিলেপসি রোগের প্রধান লক্ষণ হল বারবার খিঁচুনি। যদি একজন ব্যক্তি নিম্নলিখিত উপসর্গগুলির মধ্যে এক বা একাধিক অনুভব করেন, তবে তাদের একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।

এ রোগের উপসর্গ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এটি একজন ব্যক্তির মৃগী রোগের ধরনটির উপরও নির্ভর করে। এর মধ্যে কয়েকটি লক্ষণ নিম্নরূপ-

  • সহজ আংশিক খিঁচুনি: চেতনার কোন ক্ষতি নেই। এর নিম্নলিখিত লক্ষণগুলি রয়েছে-
  • মাথা ঘোরা।
  • শরীরে শিহরণ সংবেদন।
  • (বিস্তারিত জানুন- হাত-পা কাঁপা কাকে বলে? লক্ষণ ও চিকিৎসা)
  • স্বাদ, গন্ধ এবং দৃষ্টিতে পরিবর্তন।
  • জটিল আংশিক খিঁচুনি: এতে চেতনা বা সচেতনতা হারানো জড়িত। এর লক্ষণগুলো নিম্নরূপ-
  • রোগীর কোন সাড়া নেই।
  • রোগী মহাশূন্যের দিকে তাকিয়ে থাকে।
  • হাততালি দেওয়া, হাত ঘষা ইত্যাদির মতো পুনরাবৃত্তিমূলক নড়াচড়া করুন।
  • সাধারণ খিঁচুনি: – এটি মস্তিষ্কের সমস্ত অঞ্চলকে জড়িত করে। ছয় ধরনের সাধারণ খিঁচুনি আছে, এবং তাদের সকলেরই বিভিন্ন উপসর্গ রয়েছে।
  • টনিক-ক্লোনিক খিঁচুনিতে, শরীরে শক্ততা, মূত্রাশয় নিয়ন্ত্রণ হারানো, কাঁপুনি, জিহ্বা কামড়ানো, চেতনা হ্রাস ইত্যাদি।
  • অ্যাটোনিক খিঁচুনিতে, ব্যক্তি তার পেশী নিয়ন্ত্রণ করতে অক্ষম এবং পড়ে যায়।
  • টনিক খিঁচুনিতে, পেশী শক্ত হয়ে যায়।
  • ক্লোনিক খিঁচুনিতে, মুখ, ঘাড় এবং বাহুর পেশীতে বারবার কম্পন হয়।
  • মায়োক্লোনিক খিঁচুনিতে, রোগীর হাত ও পায়ে সুড়সুড়ি দেওয়ার লক্ষণ থাকে।
  • অনুপস্থিতিতে খিঁচুনি হলে, ব্যক্তি একই কাজ বারবার করতে থাকে, যেমন চোখের পলক ফেলা বা ঠোঁট ফাটানো।
  • স্টেটাস এপিলেপটিকাস: পেশীর খিঁচুনি, বিভ্রান্তি, পড়ে যাওয়া, মূত্রাশয় বা অন্ত্রের নিয়ন্ত্রণ হারানো, দাঁত চেপে যাওয়া, অস্বাভাবিক আচরণ, অনিয়মিত শ্বাস প্রশ্বাস।