পানি কি? পানির গঠন, বৈশিষ্ট্য এবং উৎস

পানি একটি যৌগিক পদার্থ, যা হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। এটি বর্ণ ও গন্ধহীন এবং স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল পদার্থ। পানির স্ফুটনাঙ্ক ১০০°C এবং গলনাঙ্ক ০°C।

হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরির বিক্রিয়াটি নিম্নরূপ:

 

পানির বৈশিষ্ট্য (Properties of Water)

পানির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো:

ক) বিশুদ্ধ পানি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন তরল পদার্থ।

খ) পানির ঘনত্ব ১০০০ কেজি/মি৩। এর গলনাংক ০°C ও স্ফুটনাংক ১০০°C।

গ) পানি একটি সর্বজনীন দ্রাবক।

ঘ) বিশুদ্ধ পানি নিরপেক্ষ অর্থাৎ এর pH হলো 7। তবে পানি উভধর্মী পদার্থ হিসেবে কাজ করতে পারে।

ঙ) পানিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবহন করতে পারে।

চ) পানির আপেক্ষিক তাপ অন্যান্য তরল পদার্থের তুলনায় অনেক বেশি।

ছ) পানির অণুসমূহ পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা সংবদ্ধ থাকে।

 

পানির উৎস (Source of Water)

যেসব উৎস হতে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় এবং পানির গুণগত মান ঠিক থাকে সেসব উৎসকে পানির উৎস হিসেবে ধরা হয়। পানির উৎসমূহকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা :

১. বৃষ্টি

২. ভূপৃষ্ঠস্ত পানি

৩. ভূনিম্নস্থ পানি।

১. বৃষ্টি : বৃষ্টি পানির প্রাথমিক উৎস। বৃষ্টির পানি বিশুদ্ধ হলেও ধূলিকণা, গ্যাস ইত্যাদি বৃষ্টির পানিতে মিশে তা দূষিত হতে পারে।

২. ভূপৃষ্ঠস্থ পানি : পানির সবচেয়ে বড় উৎস ভূপৃষ্ঠস্থ পানি। নদ-নদী, খাল-বিল, সাগর, মহাসাগর প্রভৃতি ভূপৃষ্ঠস্থ পানির উৎস হিসেবে পরিচিত।

৩. ভূনিম্নস্থ পানি : বৃষ্টির পানি ভূগর্ভে সঞ্চিত থাকে। তবে এ পানির উৎস নির্দিষ্ট বা সীমাবদ্ধ। তাছাড়া ভূনিম্নস্থ পানি বেশি পরিমাণে উত্তোলন ভূমির জন্য হুমকিস্বরূপ।