জিরিয়ান সিরাপ কি? জিরিয়ান সিরাপ এর কাজ কি?

জিরিয়ান সিরাপ (Jiryan Syrup) একটি স্বপ্নদোষ প্রশমক ওষুধ। এটি অতিরিক্ত স্বপ্নদোষের জন্য কার্যকরি।

জিরিয়ান সিরাপের উপাদান (Composition of Jiryan Syrup)

১. যষ্টি মধু – ০.৩০ গ্রাম।

২. কাসকারা সাগরাডা – ০.১০ গ্রাম।

৩. টিংকচার বেলাডোনা – ০.১৫ মিলি।

সিরাপ জিরিয়ানে ব্যবহৃত উপাদানসমূহের ফার্মাকোলজি

১. যষ্টিমধু (Glycyrrhiza glabra) : যষ্টিমধুর প্রধান অ্যালকালয়েড হচ্ছে গ্লিসারহেটিনিক এসিড, ফ্যালকনয়েড যার মধ্যে মানসিক চাপ ও ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য বিদ্যমান। ইহা মিউকাস মেমব্রেনের উত্তেজনা কমায়, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পুনঃ পুনঃ সংক্রমণ প্রতিরোধ করে। ইহা মূত্রনালী সংক্রমণে খুবই কার্যকর এবং মানসিক চাপ বিরোধী বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় ইহা মানসিক শক্তি বৃদ্ধি করে স্বপ্নদোষ স্বাভাবিক রাখতে সহায়তা করে।

২. কাসকারা সাগরাডা (Cascara sagrada) : কাসকারা সাগরাডার প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে ক্যাসকেরসাইড, এট্রোপিন, এনথ্রোকুইনোন যা, কেথার্টিক প্রক্রিয়ায় অস্ত্রের পেশী সংকোচন বৃদ্ধি করে মুভমেন্ট ও মলত্যাগ স্বাভাবিক রাখে; ফলে এটি সহজেই বীর্য তারল্য রোধ করে। তাছাড়াও ইহা মূত্র নালীর ক্ষত নিরাময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

৩. টিংকচার বেলাডোনা (Tincture belladonna) : টিংকচার বেলাডোনার মধ্যে রয়েছে এট্রোপিন, হাইয়োসিয়ামিন যা অন্ত্র, মূত্রথলি ও পেটের পেশী সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রন করে; যার ফলে এটি সহজেই স্বপ্নদোষ, শয্যায় প্রস্রাব করা নিয়ন্ত্রন করে।

তাছাড়াও ইহা মূত্র নালীর ক্ষত ও মানসিক অবসাদে খুবই কার্যকর।

রোগ নির্দেশনা : শুক্রমেহ, অতিরিক্ত স্বপ্নদোষ, শয্যায় প্রস্রাব ও প্রস্রাবের জ্বালা-যন্ত্রণা।

সেবন মাত্রা ও সেবন বিধি : ১০-১৫ মিলি (২-৩ চা চামচ) দৈনিক ২-৩ বার। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া : জিরিয়ান সিরাপে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

প্রতি-নির্দেশনা : জিরিয়ান সিরাপে তেমন কোন প্রতি-নির্দেশনা পরিলক্ষিত হয়নি, তবে এ ফর্মূলায় ব্যবহৃত যে কোন উপাদানের প্রতি সংবেদী রোগীর ক্ষেত্রে ইহা প্রতি নির্দেশিত।

সরবরাহ : প্রতিটি অ্যাম্বার পেট বোতলে রয়েছে ১০০ মিলি ও ২০০ মিলি সিরাপ।

দাম : ১০০ টাকা (২০০ মিলি সিরাপ)।

 

Tags :

  • Jirian কি কাজ করে?