লেঞ্জের সূত্র কি? What is Lenz law in Bengali/Bangla?

লেঞ্জের সূত্র কি বা কাকে বলে? (What is Lenz law in Bengali/Bangla?)

আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের জন্য বিজ্ঞানী লেঞ্জ একটি সূত্র প্রদান করেন। এটি লেঞ্জের সূত্র নামে পরিচিত। এই সূত্রটিকে তাড়িতচৌম্বক আবেশের তৃতীয় সূত্রও বলা হয়। সূত্রটি হচ্ছে– “যে কোনো তাড়িতচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণেই বাধা দেয়।”

অন্যভাবে বললে,, “আবিষ্ট তড়িচ্চালক বল বা প্রবাহের দিক এমন হয় যে, এটি এর সৃষ্টিকারী সকল প্রকার কারণের বিরোধিতা করবে বা সকল প্রকার কারণকেই বাধা দেবে।” সূত্রের গাণিতিক রূপ হলো:

 

লেঞ্জের সূত্র এবং শক্তির নিত্যতা (Lenz’s Law and Conservation of Energy)

তাড়িতচৌম্বক আবেশের ফলে আমরা দেখতে পাই যে, কোনো বদ্ধ কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। আপাতদৃষ্টিতে এটি শক্তির নিত্যতার সূত্রের ব্যতিক্রম বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে তাড়িতচৌম্বক আবেশে শক্তির নিত্যতা সূত্র বিরোধী কোন ঘটনা ঘটে না। লেঞ্জের সূত্র থেকেই আমরা তা প্রমাণ করতে পারি। লেঞ্জের সূত্র থেকে আমরা জানি, কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি এর সৃষ্টির কারণকেই বাধা দেয়। কোনো কুণ্ডলী ও চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির জন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের উদ্ভব হয় যা ঐ আপেক্ষিক গতিকে বাধা দেয়। সুতরাং ঐ গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। এই যান্ত্রিক শক্তিই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। সুতরাং তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া শক্তির নিত্যতা সূত্র মেনে চলে।

 

Tags :

লেঞ্জের সূত্র কি? (What is Lenz’s law in simple terms?); লেঞ্জের সূত্র থেকে কী জানা যায়?; লেঞ্জের সূত্রটি লেখো; লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ ব্যাখ্যা কর; স্বকীয় আবেশ গুণাঙ্ক সূত্র কি?; আবিষ্ট তড়িৎ প্রবাহ কিভাবে বৃদ্ধি করা যায়?; Where is Lenz’s law used?; What does Lenz’s law do?; How do you prove Lenz law?; Explain how Lenz’s law allows you to determine the direction of an induced current; State Lenz’s law Class 12; Lenz’s law PDF;