এটিএম (ATM) কি? এটিএম এর পূর্ণরূপ কি?

এটিএম (ATM) ব্যাংকিং সার্ভিসে ব্যবহৃত এক ধরনের মেশিন। এটিএম এর পূর্ণরূপ হলো- Automated Teller Machine। এর মাধ্যমে ব্যাংক কার্ড বা এটিএম কার্ড দিয়ে দিন রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় টাকা তোলা যায়।

এটিএম গ্রাহকের অর্থের সর্বোত্তম নিরাপত্তা প্রদান করে থাকে। এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার উভয় ক্ষেত্রের রয়েছে কঠোর নিরাপত্তা। এটিএমএ কার্ড ঢুকানোর পর এটিএম পিন চাইবে। সাধারণত ৩ বারের বারও গ্রাহক সঠিক পিন জানাতে না পারলে কার্ডটি এটিএমএ থেকে যায়। সফটওয়্যারগুলো এমনভাবেই তৈরি যে পিন কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ থাকে যা চোখে দেখা যায় না। এতে করে পিন জানা না থাকলে চুরি করা কার্ড কেউ কাজে লাগাতে পারে না।

 

ATM কে ২৪ ঘণ্টা ব্যাংকিং বলা হয় কেন?

ATM মেশিনের সাহায্যে ব্যাংক কার্ড দিয়ে অনলাইনের মাধ্যমে রাত দিন ২৪ ঘণ্টার যেকোনো সময়ে টাকা তোলা যায়। এই বিশেষ সুবিধার জন্যই ATM কে ২৪ ঘণ্টা ব্যাংকিং বলা হয়। অনলাইন ব্যাংকিং নিয়ন্ত্রিত হয় ইন্টারনেটের মাধ্যমে। যেহেতু সাধারণ ব্যাংকগুলোর লেনদেন একটি নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায়, সেহেতু এই অনলাইন ব্যাংকিং মানুষের প্রয়োজনে মানুষের পাশে এসে জীবনকে আরও গুরুত্বপূর্ণ ও ঝামেলাবিহীন করে তুলতে বিশেষ ভূমিকা রাখে।

 

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১। এটিএম এর জনক কে?

উত্তর : এটিএম (ATM ) এর জনক হলেন জন শেফর্ড ব্যারন।

২। এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি?

উত্তর : ব্যাংকিং।

৩। ব্যাংকের ATM মেশিনের মাধ্যমে নগদ অর্থ তোলা যায় কখন?

উত্তর : যেকোনো সময়।

 

Tags :

  • এটিএম এর পূর্ণরূপ কি? (What is the Full Form of ATM?)
  • এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়
  • ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়
  • এটিএম এর সুবিধা ও অসুবিধা
  • বিভিন্ন এটিএম থেকে টাকা তুলতে কত টাকা লাগে
  • এসবিআই এটিএম থেকে মাসে কতবার টাকা তোলা যায়
  • এটিএমএস ব্যবহার করে ব্যাংকের সুবিধা
  • এটিএম কার্ড প্রথম কিভাবে ব্যবহার করব
  • ব্যাংকিং আইনে এটিএম কি
  • এটিএম এর গুরুত্ব
  • এটিএম মানে কি
  • এটিএম কার্ড কি
  • বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করে কোন ব্যাংক
  • এটিএম বুথ কি