এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক ও এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড (Nucleotide) বলে। নিউক্লিক এসিডের গাঠনিক একক হচ্ছে নিউক্লিওটাইড। খাদ্যের মাধ্যমে নিউক্লিওটাইড পাওয়া যায় এবং সাধারণ পুষ্টি উপাদান থেকে যকৃতে নিউক্লিওটাইড সংশ্লেষিত হয়।
নিউক্লিওটাইডের কাজ (Functions of Nucleotide)
নিউক্লিওটাইডের কাজ নিচে দেয়া হলো–
- নিউক্লিওটাইড নিউক্লিক এসিডের মনোমার হিসেবে কাজ করে। এটি বংশগতির বৈশিষ্ট্য বহন করে।
- নিউক্লিওটাইড সংশ্লেষণ প্রক্রিয়ায় বাহক হিসেবে কাজ করে।
- এটি কোএনজাইম হিসেবে কাজ করে।
Tags :
- নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড এর পার্থক্য
- নিউক্লিওটাইড এর উপাদান
- নিউক্লিওটাইড এর গঠন
- নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড কি
- নিউক্লিওটাইড এর উদাহরণ
- Dna এর একটি নিউক্লিওটাইড বন্ধনীতে কতটি উপাদান থাকে
- নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত?
- নিউক্লিওটাইড কত প্রকার?
- নিউক্লিওটাইড নামকরণ
- কোনটি নিউক্লিওটাইডের গঠন সবচেয়ে ভালভাবে বর্ণনা করে
- নিউক্লিওটাইডের তিনটি উপ ইউনিট কি কি যা একটি ডিএনএ অণু গঠন করে
- নিউক্লিওসাইড এর উপাদান কি কি
- নিউক্লিওটাইড এর ভান্ডার
- নিউক্লিওসাইড এর উপাদান গুলি কি কি