আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ কাকে বলে?

আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন কয়টি সূত্র মেনে চলে?

আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে বাধা পেয়ে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন (Reflection of Light) বলে। আলোর প্রতিফলন দুটি সূত্র মেনে চলে। সূত্র দুইটি হলো–

  • প্রথম সূত্র : আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।
  • দ্বিতীয় সূত্র : প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়।

 

আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের উদাহরণ।

আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অপর স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে। আলোকরশ্মির দিক পরিবর্তনের এই ঘটনাকে আলোর প্রতিসরণ (Refraction of Light) বলে। একটি নির্দিষ্ট মাধ্যমে আলো সরলরেখায় চলে কিন্তু অন্য মাধ্যমে প্রবেশের সাথে সাথেই এটি মাধ্যমের ঘনত্ব অনুসারে দিক পরিবর্তন করে। অর্থাৎ আলোর প্রতিসরণ ঘটে মূলত দুটি মাধ্যমের ঘনত্বের পার্থক্যের কারণে।

উদাহরণ : একটি চামচকে যদি আমরা পানিতে ডুবিয়ে রাখি তবে চামচ থেকে আলো প্রথমে পানি তারপর বাতাসের মধ্য দিয়ে আমাদের চোখে আসবে। পানি মাধ্যম থেকে বাতাস মাধ্যমে আলো প্রবেশ করার সময় তার গতিপথ বেঁকে যায় এবং চামচটিকে আমাদের কাছে বাঁকা মনে হয়। আলো বেঁকে যাওয়ার এ ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

 

এ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তরঃ–

১। আলোর প্রতিফলন কত প্রকার?

উত্তর : ২ প্রকার।

২। আলোর প্রতিফলন কয়টি সূত্র মেনে চলে?

উত্তর : আলোর প্রতিফলন দুটি সূত্র মেনে চলে।

৩। আলোর প্রতিফলক পৃষ্ঠ কাকে বলে?

উত্তর : যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে।

৪। প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে প্রতিফলনকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে প্রতিফলনকে দুইভাগে ভাগ করা যায়।

৫। প্রতিসরণাঙ্ক কাকে বলে?

উত্তর : এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে।

 

Tags :

আলোর প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য কি? (What is difference between Reflection and Refraction of light?)

আলোর প্রতিসরণের নিয়ম কয়টি?