আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় যেটি শিখবো সেটি হলো ডিজিটাল কম্পিউটার কি?; ডিজিটাল কম্পিউটার কত প্রকার ও কি কি?; ডিজিটাল কম্পিউটারের উদাহরণ ও বৈশিষ্ট্য। চলুন জেনে নেয় ডিজিটাল কম্পিউটার কি এবং বিস্তারিত।
ডিজিটাল কম্পিউটার কি? (What is Digital Computer in Bengali/Bangla?)
আমরা সাধারণত যে ধরনের কম্পিউটার সচরাচর দেখে থাকি বা ব্যবহার করে থাকি তা আসলে ডিজিটাল কম্পিউটার। ডিজিট (Digit) শব্দ থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি। ডিজিটাল কম্পিউটারে বর্ণ, সংখ্যা, সংকেত, প্রতীক ইত্যাদি ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। ডিজিটাল কম্পিউটার মূলত গাণিতিক নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং খুব সূক্ষ্ম ও নির্ভুল ফলাফল প্রদান করতে সক্ষম। সংখ্যা প্রক্রিয়াকরণের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার কাজ করে। ডিজিটাল কম্পিউটার ০ (শূন্য) এবং ১ (এক) এ প্রতীক দুটি দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। এ কম্পিউটারে প্রক্রিয়াকরণের ফলাফল সরাসরি লিখিতভাবে পাওয়া যায়।
ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য (Characteristics of Digital Computer)
- ডিজিটাল কম্পিউটারে ফলাফল সরাসরি মনিটরে প্রদর্শিত হয় বা অন্য কোন আউটপুট ডিভাইসে প্রকাশিত হয়।
- সংখ্যা প্রক্রিয়াকরণের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার কাজ করে।
- ইনপুট, প্রসেসিং এবং আউটপুট প্রদান করে ডিজিটাল প্রক্রিয়ায়।
- একটি কম্পিউটার বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়।
- কাজের সুক্ষ্ণতা অত্যন্ত বেশি (১০০ %)।
- সাধারণত বিশেষ বা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়।
- সাধারণত আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করি সেগুলোর বেশিরভাগই ডিজিটাল কম্পিউটার।
ডিজিটাল কম্পিউটারের ব্যবহার (Use of Digital Computer)
১. হিসাব নিকাশে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়।
২. ছবি নির্মাণ ও জটিল স্থাপত্য ও নির্মাণ কাজের নকশা তৈরির কাজে এ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়।
৩. জন্মহার, মৃত্যুহার, গ্রাফ তৈরিতে এটি ব্যবহার করা হয়।
প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
উত্তর : প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম- Mark-1
যদি আমার এই আলোচনা আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনদের শিখতে সাহায্য করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাকে জানানোর অনুরোধ রইল। এই ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Tags :
- ডিজিটাল কম্পিউটারের জনক কে?
- ডিজিটাল কম্পিউটার কত প্রকার?
- ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কি?
- ডিজিটাল কাকে বলে?
- ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ
- ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য
- ডিজিটাল কম্পিউটার বলতে কি বুঝ
- ডিজিটাল কম্পিউটারের ব্যবহার
- ডিজিটাল কম্পিউটারের উদাহরণ
- এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কি?
- ডিজিটাল কম্পিউটারের সূক্ষ্মতা কত
- ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম