একটি চালিত শ্যাফটকে অন্য আরেকটি চালক শ্যাফটের সাথে ইচ্ছামাফিক সংযােজন ও বিচ্ছিন্ন করার জন্য যে যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় তাকে ক্লাচ (Clutch) বলে।
ক্লাচ কত প্রকার ও কি কি?
ক্লাচ সাধারনত দুই প্রকার।
১) ওয়েট ক্লাচঃ যে ধরনের ক্লাচ এর উপাদান গুলিকে ঠান্ডা করার জন্য ইঞ্জিন ওয়েলের মধ্যে ডুবানো থাকে তাকে ওয়েট ক্লাচ প্লেট বলে এবং এর কোনো অংশ বাহিরে থাকে না তাকে ওয়েট ক্লাচ বলে। এই ধরনের ক্লাচ গুলো ঠান্ডা হতে ইঞ্জিন ওয়েল ব্যবহার করে। বেশির ভাগ বাইকে এবং আমাদের দেশে এভেলেবেল সব গুলো বাইকে এই ধরনের ক্লাচ ব্যবহার করা হয়। এর আয়ুষ্কাল দীর্ঘ।
২) ড্রাই ক্লাচঃ ড্রাই ক্লাচ এর যন্ত্রাংশ গুলো মূলত শুঁকনো অবস্থায় থাকে। বলা যায়,যে ক্লাচের যন্ত্রাংশ কে ঠান্ডা করতে বাতাস ব্যাবহার করা হয় এবং ক্লাচ প্লেট ও ক্লাচ হাউজিং ইঞ্জিনের বাহিরের দিক এ থাকে তাকে ড্রাই ক্লাচ বলে। খুব অল্প সংখ্যক বাইকে এই দরনের ক্লাচ ব্যাবহার হয়। কিছু কিছু রেস ট্রাকের বাইকে এগুলো দেখতে পাওয়া যায়। এর আয়ুষ্কাল খুবই কম।
ক্লাচের কাজ (Functions of Clutch)
- চালনার উৎসকে বন্ধ না করে কোন মেশিন বা ঘূর্ণায়মান যান্ত্রিক অংশসমূহকে ইচ্ছামাফিক চালু অথবা বন্ধ করতে ব্যবহার করা হয়।
- কোন যান্ত্রিক অংশের ধ্রুব গতি, টর্ক বা শক্তি সংরক্ষণে কাজ করে।
- যান্ত্রিক অংশসমূহকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন, দ্রুত চালু, বন্ধ বা ক্রমশ চালু করতে ব্যবহৃত হয়।
- চালক ও চালিত শ্যাফটের মধ্যে পারিবহনজনিত ধাক্কা কমাতে ব্যবহার করা যায়।
- টর্ক সীমিতকরণের কাজে ব্যবহার করা যায়।