হীরক কি? হীরক ও গ্রাফাইট এর পার্থক্য কি?

হীরক কি? (What is Diamond in Bengali/Bangla?)

হীরক হচ্ছে কার্বনের একটি রূপভেদ। হীরক উজ্জ্বল, স্বচ্ছ, বর্ণহীন এবং প্রকৃতিতে পাওয়া কঠিনতম পদার্থ। এটি তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না। ঔজ্জ্বল্যের কারনে এটি মূল্যবান অলংকার হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া কাঁচ কাটার কাজেও হীরক ব্যবহার করা হয়।

 

হীরকের বৈশিষ্ট্য (Properties of Diamond)

  • আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
  • হীরকের সংকট কোণ হচ্ছে ২৪°।
  • এটি সবচেয়ে কঠিন পদার্থ।
  • বিদ্যুৎ পরিবহন করে না।
  • হীরক চূর্ণ রঙ তৈরিতে ও কাঁচ কাটতে ব্যবহার করা হয়।
  • হীরক উজ্জ্বল দেখায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
  • এক্সরের সাহায্যে হীরা আসল না নকল তা চেনা যায়।

 

হীরকের গঠন (Structure of Diamond)

হীরকে প্রতিটি কার্বন পরমাণুর sp3 সংকরণ হয়। এতে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণু দ্বারা চতুস্তলকীয়ভাবে পরিবেষ্টিত ও বন্ধনযুক্ত। এভাবে একটি অতিবৃহৎ ত্রিমাত্রিক অণুর সৃষ্টি হয় যা হীরকরূপে দেখা যায়।

যেহেতু প্রতিটি কার্বন পরমাণুর সব যোজ্যতা ইলেকট্রন অপর চারটি কার্বন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয় অর্থাৎ এতে কোন মুক্ত বা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে না সেহেতু হীরক বিদ্যুৎ অপরিবাহী।

হীরক খণ্ডকে টুকরা করতে হলে অসংখ্য শক্তিশালী কার্বন (C–C) বন্ধন ছিন্ন করতে হয়। এ কারণে হীরক অত্যন্ত শক্ত এবং প্রকৃতপক্ষে সব বস্তুর মধ্যে কঠিনতম। প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকায় হীরক রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।

 

হীরকের ব্যবহার (Use of Diamond)

হীরক সবচেয়ে মূল্যবান রত্ন। এটি গহনা তৈরিতে ও কাচ কাটায় ব্যবহৃত হয়। এছাড়া অতি সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতেও হীরক ব্যবহৃত হয়।

 

হীরক ও গ্রাফাইট এর পার্থক্য কি?

হীরক ও গ্রাফাইটের প্রধান পার্থক্য হলো- হীরক বিদ্যুৎ পরিবহন করে না, অপরদিকে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে।

 

হীরক সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তর

১। হীরক বিদ্যুৎ অপরিবাহী অথচ গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন?

উত্তর : হীরক ও গ্রাফাইট উভয়েই কার্বনের রূপভেদ। হীরকে কোন মুক্ত ইলেকট্রন থাকে না তাই হীরক বিদ্যুৎ পরিবহন করে না। অপরদিকে গ্রাফাইটে একটি মুক্ত ইলেকট্রন থাকে তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে।

 

Tags :

  • হীরক এর সংকেত কি?
  • হীরক ও গ্রাফাইট এর পার্থক্য কি?
  • হীরক কি বিদ্যুৎ অপরিবাহী?
  • হীরক ধাতু না অধাতু?
  • হীরা কোথায় পাওয়া যায়?
  • হীরক কি ধাতু?
  • হীরকের গঠন চিত্র;
  • হীরকের প্রতীক কি?
  • পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি হীরে পাওয়া যায়?
  • হীরক চতুর্ভুজ;