হাই লেভেল প্রোগ্রামিং ভাষা কি?

হাই লেভেল প্রোগ্রামিং ভাষা (High-level programming language) হল এমন একটি প্রোগ্রামিং ভাষা যা অন্যান্য নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষাগুলোর তুলনায় আরও বিমূর্ত (abstract), সহজে ব্যবহারযোগ্য ও বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সহজে বহনযোগ্য (portable)। এ ধরনের ভাষায় ব্যবহারকারীদের কম্পিউটার মেমোরি নিয়ে সরাসরি কাজ করতে দেয়া হয়না।

 

হাই লেভেল প্রোগ্রামিং ভাষার সুবিধা

  • হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোন কম্পিউটারে ব্যাবহার করা যায়।
  • হাই লেভেল ভাষা শেখা সহজ।
  • তারাতারি প্রোগ্রাম লেখা যায়।
  • একজনের রচিত প্রোগ্রাম অন্য জনে সহজে বুঝতে পারে।
  • প্রোগ্রাম লেখার জন্যে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানার দরকার নেই।

 

হাই লেভেল প্রোগ্রামিং ভাষার অসুবিধা

  • কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না, অনুবাদকের দরকার হয়।
  • বেশি মেমোরি দরকার হয়।
  • প্রোগ্রাম রান করতে বেশি সময় দরকার হয়।
  • লো-লেভেল ভাষার থেকে এই ভাষার দক্ষতা কম।