স্প্রেডশিট কি? স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি?

স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। একে কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (Row) ও কলাম (Column) থাকে।

স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি?

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান এমনকি নিজের সাংসারিক হিসাব-নিকাশও খাতা কলমে হিসাব করতে গেলে শুধু সময়ের অপচয় হয় না, ভুল হওয়ার সম্ভাবনাও থাকে অনেক। বড় বড় হিসাব করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। পক্ষান্তরে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এ সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে। উপাত্তের চিত্ররূপ দেওয়াও এ সফটওয়্যারে খুব সহজ। স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ই-মেইল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা যায়।

 

Tags :

  • স্প্রেডশিট বিশ্লেষণের ৫ টি সুবিধা
  • স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য কী?
  • Kspread কি ধরনের সফটওয়্যার?
  • কোনটি স্প্রেডশিটের যোগের ফাংশন?
  • স্প্রেডশিট ও ওয়ার্কশীট এর মধ্যে পার্থক্য কি?
  • স্প্রেডশিট ব্যবহারের সুবিধা কি?
  • স্প্রেডশিট কি ধরনের সফটওয়্যার?
  • কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো।
  • স্প্রেডশিটের অপর নাম কি?
  • হিসাব নিকাশের কাজে স্প্রেডশিটের গুরুত্ব কী?
  • স্প্রেডশিট প্রোগ্রাম কী?
  • পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক?
  • স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র;
  • স্প্রেডশিট কি ধরনের কম্পিউটার প্রোগ্রাম?
  • দুটি স্প্রেডশিট সফটওয়্যার এর নাম;
  • স্প্রেডশিট ব্যবহার করা হয় কেন?
  • স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
  • এক্সেল স্প্রেডশিট কি?
  • স্প্রেডশিট ভাগ চিহ্ন কোনটি?
  • স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে?
  • সেল এড্রেস কোনটি?
  • কলাম ও সারির সংযোগ স্থলকে কী বলে?
  • স্প্রেডশিটের e কলামের 10 নং রো এর সেল ঠিকানা কোনটি?
  • সেল এড্রেস কয় প্রকার ও কী কী?
  • সেল অবস্থান ও বিষয়বস্তু দেখানো হয় কোথায়?
  • স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায়?
  • কলামের শিরোনাম কে কি বলা হয়?
  • সেল এড্রেস কোনটি?
  • মাইক্রোসফট এক্সেল এ একাধিক cell কে একটি cell এ পরিণত করাকে কী বলে?
  • মাইক্রোসফট এক্সেলে কি কি কাজ করা যায়?
  • Validation rule কেন ব্যবহার করা হয়?
  • দুটি Spreadsheet সফটওয়্যারের নাম লেখ।