যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট (Static website) বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়েই করা যায়।
স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য
- কনটেন্ট নির্দিষ্ট থাকে।
- ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না।
- খুব দ্রুত লোড হয়।
- কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না।
- কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে (একমুখী) কমিউনিকেশন।
- শুধু HTML ও CSS ব্যবহার করেই এটি উন্নয়ন করা যায়।
স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা
- খরচ কম।
- ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ।
- অতি দ্রুত, দক্ষতা ও নিরাপত্তার সাথে কনটেন্ট সরবরাহ করা যায়।
- খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়।
- সহজেই ওয়েবপেইজের লে-আউট পরিবর্তন করা যায়।
- নেট স্পীড খুব কম হলেও দ্রুততার সাথে ডেটা ডাউনলোড করা যায়।
স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা
- যেহেতু কনটেন্ট কোডিং করে দেওয়া হয় তাই কনটেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে।
- ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কনটেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।
- মানসম্মত ওয়েবপেইজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ।
- ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না।
Tags :
- স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক
- স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য
- স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা কোনটি
- ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় সুবিধাজনক ব্যাখ্যা কর
- স্ট্যাটিক কি