কম্পিউটারের তথ্য বা উপাত্ত সেভ করে রাখার ডিভাইসকে স্টোরেজ ডিভাইস (Storage Device) বলে। এদের অনেকগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে আবার অনেকগুলো ডিভাইসকে প্রয়োজনে কম্পিউটার থেকে আলাদা করে রাখা যায়। উল্লেখযোগ্য কয়েকটি স্টোরেজ ডিভাইস হলো- র্যাম (RAM), রম (ROM), হার্ডডিস্ক (hard disk), পেনড্রাইভ (Pendrive), মেমোরি কার্ড (Memory Card), CD (Compact Disc), ডিভিডি রম (DVD ROM), ম্যাগনেটিক টেপ বা কার্টিজ ইত্যাদি।
- র্যাম (RAM) : র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। RAM এর পূর্ণরূপ হচ্ছে- Random Access Memory। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এর তথ্য মুছে যায়। র্যাম এর তথ্যকে পরিবর্তন, পরিবর্ধীন ও সংশোধন করা যায়। এর অ্যাক্সেস টাইম বেশি। এর তথ্য ধারণ ক্ষমতা বেশি।
- রম (ROM) : রম হচ্ছে একটি স্থায়ী মেমোরি। ROM এর পূর্ণরূপ হচ্ছে- Read Only Memory। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এর তথ্য মুছে যায় না। এর তথ্য পরিবর্তন বা সংশোধন করা যায় না। এর অ্যাক্সেস টাইম তুলনামূলকভাবে বেশি।