সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার কত প্রকার?

সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?

যে সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারীর সাথে সফটওয়্যার ও হার্ডওয়্যারের যোগাযোগ তৈরি করে তাকে সিস্টেম সফটওয়্যার (System Software) বলে। এর প্রধান কাজ কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধন করা।

সিস্টেম সফটওয়্যার না থাকলে কোনো অবস্থাতেই কম্পিউটার চালনা করা যায় না।

 

সিস্টেম সফটওয়্যার কত প্রকার ও কি কি? (How Many Types of System Software?)

সিস্টেম সফটওয়্যার প্রধানত তিন প্রকার। যথা :

১। সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program)

২। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম (System Support Program) ও

৩। সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম (System Development Program)

১। সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম : এর সাহায্যে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার ডেটা ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়।

২। সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম : এর সাহায্যে ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সিস্টেমের উন্নয়ন করা যায়।

৩। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম : এর সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী প্রোগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব-নিকাশ সম্পাদন করা যায়।

 

Tags :

  • অপারেটিং সিস্টেম সফটওয়্যার কাকে বলে
  • সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পার্থক্য
  • সিস্টেম সফটওয়্যার এর নাম
  • সিস্টেম সফটওয়্যার উদাহরণ
  • কয়েকটি সিস্টেম সফটওয়্যার এর নাম
  • সিস্টেম সফটওয়্যার কাকে বলে উদাহরণ দাও
  • সিস্টেম সফটওয়্যার এর বৈশিষ্ট্য
  • কোনটি সিস্টেম সফটওয়্যার নয়
  • সিস্টেম সফটওয়্যার কাকে বলে?