‘সন্ধি’ শব্দের অর্থ ‘মিলন’। তবে এ মিলন হল বর্ণের একত্রীকরণ।
পাশাপাশি দুইটি ধ্বনি বা বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। যেমনঃ বিদ্যা + আলয় = বিদ্যালয়, হিম + আলয় = হিমালয়, নর + অধম = নরাধম ইত্যাদি।
সন্ধি শব্দ সাধনের বা নতুন শব্দ গঠনের একটি পদ্ধতি। আসলে সন্ধি একটি উচ্চারণ প্রক্রিয়া।
সন্ধির সংজ্ঞাঃ পাশাপাশি দু বর্ণের মিলনকে সন্ধি বলে।
অথবা, পাশাপাশি দুটি বর্ণের এক বর্ণে মিলিত হওয়াকে সন্ধি বলে।
ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে— “দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য তারা উভয়ে মিলে এক বর্ণ হয়। তাদের একের রূপান্তর হয় কিংবা একের লোপ হয়। এরূপ বর্ণদ্বয়ের মিলনকেই সন্ধি বলে।”
সন্ধির বৈশিষ্ট্যঃ সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন চার রকমের হতে পারে। যেমন—
(১) উভয় ধ্বনি মিলে এক ধ্বনিতে পরিণত হয়।
(২) একটি ধ্বনি বদলে যায়।
(৩) একটি ধ্বনি লোপ পায়।
(৪) উভয় ধ্বনি বদলে গিয়ে নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়।
সন্ধির ফলে নতুন শব্দ গঠিত হয়, বাক্যের গঠন দৃঢ় হয় এবং বাক্য শ্রুতিমধুর হয়।
সন্ধির প্রকারভেদ
সন্ধি প্রধানত দুই প্রকার। যথাঃ (ক) স্বরসন্ধি ও (খ) ব্যঞ্জনসন্ধি।
স্বরসন্ধি : স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমনঃ মহা+আশয়=মহাশয়, হিম+আলয়=হিমালয়, জল+আশয়=জলাশয় ইত্যাদি।
ব্যঞ্জনসন্ধি : ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ অথবা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমনঃ পরি+ছেদ=পরিচ্ছেদ, দিক+অন্ত=দিগন্ত, সৎ+ভাব=সদ্ভাব ইত্যাদি।
স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি ছাড়াও আরো দুই প্রকারের সন্ধি বাংলা ব্যাকরণে প্রচলিত আছে। যথাঃ (ক) বিসর্গ সন্ধি ও (খ) নিপাতনে সিদ্ধ সন্ধি।
বিসর্গ সন্ধি : স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সাথে বিসর্গের মিলনে যে সন্ধি হয়, তাকে বিসর্গসন্ধি বলে। যেমনঃ নিঃ+ঠুর=নিষ্ঠুর, নিঃ+চয়=নিশ্চয়, আবিঃ+কার=আবিষ্কার।
নিপাতনে সিদ্ধ সন্ধি : যে সকল সন্ধি ব্যাকরণের নিয়ম অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমনঃ বাচঃ+পতি=বাচস্পতি, ভাঃ+কর=ভাস্কর, বন+পতি=বনস্পতি, ষট+দশ=ষোড়শ।
সন্ধির প্রয়োজনীয়তা
বাংলা ব্যাকরণে সন্ধির প্রয়োজনীয়তা অত্যাধিক। যেমনঃ
(ক) সন্ধির সাহায্যে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়।
(খ) সন্ধি শব্দকে সুন্দর ও শ্রুতিমধুর করে।
(গ) সন্ধি সহজ ও সুন্দর ভাষা তৈরি করে।
(ঘ) সন্ধি ভাষাকে শ্রুতিমধুর করে।
(ঙ) সন্ধি শব্দকে দ্রুত উচ্চারণে সহায়তা করে।
(চ) সন্ধি শব্দ ও বানান শিখতে সাহায্য করে।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১. সন্ধি কী?
উত্তর : বর্ণের মিলন।
২. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ক) আয়াসের লাঘব হলে
খ) ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
গ) শ্রুতিমধুর হলে
ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
সঠিক উত্তর : (খ)
৩. ‘রাজ্ঞী’– এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
ক) রাজ্ + নী খ) রাগ + গী
গ) রাজন + গী ঘ) রাজা + গি
সঠিক উত্তর : (ক)
৪. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দু + লোক খ) দ্বি + লোক
গ) দুই + লোক ঘ) দিব্ + লোক
সঠিক উত্তর : (ঘ)
৫. ‘নাবিক’– এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) না + ইক খ) নো + ইক
গ) নৌ + ইক ঘ) না + বিক
সঠিক উত্তর : (গ)
৬. ‘নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) পরিষ্কার খ) ষড়ানন
গ) সংস্কার ঘ) আশ্চর্য
সঠিক উত্তর : (ঘ)
৭. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
ক) লো + অন খ) লব + ন
গ) লব + অন ঘ) লো + বন
সঠিক উত্তর : (ক)
৮. ‘সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা ঘ) শোনার সুবিধা
সঠিক উত্তর : (গ)
৯. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক) বাক্ + দান = বাকদান খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর ঘ) সম্ + সার = সংসার
সঠিক উত্তর : (গ)
১০. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর : (ক)
১১. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক) শব্দের মিলন
খ) বর্ণের মিলন
গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন
সঠিক উত্তর : (গ)
১২. ‘বৃষ্টি’– এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বৃস + টি খ) বৃশ + টি
গ) বৃষ্ + তি ঘ) বৃষ + টি
সঠিক উত্তর : (গ)
১৩. ‘প্রত্যূষ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) প্রত্য + উষ খ) প্রত্য + ঊষ
গ) প্রতি + উষ ঘ) প্রতি + ঊষ
সঠিক উত্তর : (ঘ)
১৪. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’– এর উদাহরণ কোনটি?
ক) মহৌষধ খ) বনৌষধি
গ) পরমৌষধ ঘ) পরমৌষধি
সঠিক উত্তর : (গ)
১৫. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
ক) নিপাতনে সিদ্ধ সন্ধি খ) স্বরসন্ধি
গ) বিসর্গ সন্ধি ঘ) ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর : (খ)
১৬. মূর্ধ্য শিষ ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক) ল্ম খ) ষ্ঠ
গ) ষ্ট ঘ) ঞ
সঠিক উত্তর : (খ)
১৭. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক) কুলটা খ) গায়ক
গ) পশ্বধম ঘ) নদ্যম্বু
সঠিক উত্তর : (ক)
১৮. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
ক) একচ্ছত্র খ) পবিত্র
গ) দিগন্ত ঘ) সজ্জন
সঠিক উত্তর : (গ)
১৯. ‘অত্যন্ত’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অত্য + অন্ত খ) অতি + অন্ত্য
গ) অতি + ন্ত ঘ) অতি + অন্ত
সঠিক উত্তর : (ঘ)
২০. ‘তন্বী’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
ক) তনু + ঈ খ) তনু + ই
গ) তন্বী + ঈ ঘ) তনী + ব
সঠিক উত্তর : (ক)
২১. ‘সদা + এব’ এর সন্ধি হলো –
ক) সর্বদা খ) সর্বত্র
গ) সদৈব ঘ) সর্বৈব
সঠিক উত্তর : (গ)
২২. ‘গায়ক’ – এর সন্ধি কোনটি?
ক) গা + ওক খ) গা + অক
গ) গা + য়ক ঘ) গৈ + অক
সঠিক উত্তর : (ঘ)
২৩. ‘নাত + জামাই’ – এর সন্ধিরূপ কোনটি?
ক) নাতিজামাই খ) নাতজামাই
গ) নাজজামাই ঘ) নাতনিজামাই
সঠিক উত্তর : (গ)
২৪. ‘বনস্পতি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বনস্ +পতি খ) বনঃ + পতি
গ) বন + পতি ঘ) বনো + পতি
সঠিক উত্তর : (গ)
২৫. সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা
খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা
ঘ) শোনার সুবিধা
সঠিক উত্তর : (গ)
২৬. ‘ষষ্ঠ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ষট্ + থ খ) ষষ + থ
গ) ষষ্ + ট ঘ) ষষ্ + ঠ
সঠিক উত্তর : (খ)
২৭. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর : (ক)
২৮. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) উপরিউক্ত খ) উপর্যপরি
গ) উপর্যুক্ত ঘ) পুনরপি
সঠিক উত্তর : (গ)
২৯. ‘পরীক্ষা’ – এর সন্ধি বিচ্ধে কোনটি?
ক) পরি + ঈক্ষা খ) পরী + ঈক্ষা
গ) পরী + ইক্ষা ঘ) পরি + ইক্ষা
সঠিক উত্তর : (ক)
৩০. ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
ক) অ + অ খ) অ + আ
গ) আ + আ ঘ) আ + অ উত্তর:
সঠিক উত্তর : (গ)
৩১. সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?
ক) প্রাতঃ + কাল খ) শিরঃ + ছেদ
গ) শিরঃ + পীড়া ঘ) মনঃ + কষ্ট
সঠিক উত্তর : (খ)
৩২. ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?
ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর : (ক)
৩৩. ‘কৃষ্টি’ শব্দের সন্ধি বিচ্ছেদ –
ক) কৃ + ক্তি খ) কৃষ্ + তি
গ) কৃঃ + তি ঘ) কৃষ + টি
সঠিক উত্তর : (খ)
৩৪. ‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নিঃ + কর খ) নীঃ + কর
গ) নিষ + কর ঘ) নিস্ + কর উত্তর:
সঠিক উত্তর : (ক)
৩৫. ‘সন্ধি’ – এর সন্ধি বিচ্ছেদ কী?
ক) সম + ধি খ) সম্ + ধি
গ) সম্ + ন্ধি ঘ) সণ্ + ধি
সঠিক উত্তর : (খ)
৩৬. ‘মস্যাধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মসি + আধার খ) মস্যা + আধার
গ) মসিহ + আধার ঘ) মসী + আধার
সঠিক উত্তর : (ঘ)
৩৭.বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ক) ব্যঞ্জনসন্ধির খ) স্বরসন্ধির
গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
সঠিক উত্তর : (ক)
৩৮. ‘সঞ্চয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সন্ + চয় খ) সম্ + চয়
গ) সঙ্ + চয় ঘ) সং + চয়
সঠিক উত্তর : (খ)
৩৯. ‘অহরহ’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহঃ + রহ খ) অহঃ + অহ
গ) অহঃ + অহঃ ঘ) অহ +রহ
সঠিক উত্তর : (খ)
৪০. ‘শীতার্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত খ) শীত + আর্ত
গ) শিত + ঋত ঘ) শিত + অর্ত
সঠিক উত্তর : (ক)
৪১.যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই?
ক) সমাসের খ) প্রত্যয়ের
গ) সন্ধির ঘ) বচনের
সঠিক উত্তর : (গ)
৪২. সন্ধির প্রধান উদ্দেশ্য–
ক) স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
খ) উচ্চারণের দ্রুততা
গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
ঘ) স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন
সঠিক উত্তর : (ক)
৪৩. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
ক) সংস্কার/পরিষ্কার খ) অতএব
গ) সংশয় ঘ) মনোহর
সঠিক উত্তর : (ক)
৪৪. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক) তৎসম সন্ধি খ) বাংলা সন্ধি
গ) স্বরসন্ধি ঘ) ব্যঞ্জন সন্ধি
সঠিক উত্তর : (ক)
৪৫. বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক) বিষমীভবন খ) সমীভবন
গ) অসমীকরণ ঘ) স্বরসংগতি
সঠিক উত্তর : (খ)
৪৬. ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) যজ্ঞ খ) তন্মধ্যে
গ) সঞ্চয় ঘ) রাজ্ঞী
সঠিক উত্তর : (গ)
৪৭. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়?
ক) এর খ) আর
গ) র ঘ) অর
সঠিক উত্তর : (ঘ)
৪৮. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়?
ক) দ খ) চ
গ) ঝ ঘ) ছ
সঠিক উত্তর : (ঘ)
৪৯. আ + ঈ = এ – এ নিয়মের বাইরে কোনটি?
ক) মহেশ খ) রমেশ
গ) ঢাকেশ্বরী ঘ) গণেশ
সঠিক উত্তর : (ঘ)
৫০. ‘পর্যন্ত’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য + ন্ত খ) পরি + অন্ত
গ) পর্য + অন্ত ঘ) প + অন্ত
সঠিক উত্তর : (খ)