লেন্স কি? (What is Lens in Bengali/Bangla?)
লেন্স হচ্ছে দুটি গােলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনাে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। লেন্স হচ্ছে দুটি গােলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনাে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। অধিকাংশ লেন্স কাঁচের তৈরি হয়। তবে কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে। লেন্স সাধারণত দুই ধরনের। (ক) উত্তল বা অভিসারী লেন্স (Convex lens) এবং (খ) অবতল বা অপসারী লেন্স (Concave lens)। নাম দেখেই বােঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্সে আলাে রশ্মি হচ্ছে অভিসারী অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয়।
চিত্র: ক
অন্যদিকে অবতল বা অপসারী লেন্সে আলােকরশ্মি অপসারী অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায়।
চিত্র: খ
চিত্রে ক হলাে উত্তল লেন্স। এই লেন্সের মাঝখানে মােটা ও প্রান্ত সরু, তাই এটিকে কখনাে কখনাে স্থূলমধ্য লেন্সও বলা হয়। আলােকরশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয়। এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলােকরশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনাে একটি বিন্দুতে মিলিত করে (চিত্র: ক)। এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সে আলাে এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে।
অন্যদিকে অবতল লেন্সের মাঝখানে সরু ও প্রান্তের দিকটা মােটা (চিত্র খ)। এই লেন্সের অবতল পৃষ্ঠে সমান্তরাল আলােক রশ্মি আপতিত হলে আলােকরশ্মি অপসারী হয়ে ছড়িয়ে পড়ে। যদি অপসারিত রশ্মিগুচ্ছ সােজা পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়েছে কল্পনা করে নিলে সেগুলাে একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটি হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। সাধারণত লেন্সের পৃষ্ঠগুলাে যে গােলকের অংশ, তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে এবং লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র দুটি। বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাই হলাে লেন্সের প্রধান অক্ষ। আমরা আগেই বলেছি যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় (উত্তল লেন্স) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (অবতল লেন্স), সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। ক এবং খ চিত্রে F বিন্দু হলাে প্রধান ফোকাস। লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বই হলাে লেন্সের ফোকাস দূরত্ব।
লেন্সের ইতিহাস (History of Lens)
লেন্স শব্দটি এসেছে লাতিন শব্দ lentil (ডাল) থেকে, কারণ একটি দ্বি-উত্তল লেন্সের আকৃতি ডালের মতো। ডাল উদ্ভিদটি Lens গণের অন্তর্ভুক্ত এবং সবচেয়ে বেশি খাওয়া ডাল হলো Lens culinaris। এছাড়া ডালের সাথে লেন্সের জ্যামিতিক আকারেও মিল রয়েছে।
সবচেয়ে প্রাচীন লেন্স হলো নিমরুদের লেন্স, যা তৈরি হয়েছিল ২৭০০ বছর আগে, প্রাচীন আসিরিয়ায়। ডেভিড ব্রুস্টার প্রস্তাব করেছিলেন, একে আতশি কাচ হিসেবে অথবা আগুন ধরাতে ব্যবহার করা যেতে পারে।
লেন্স কত প্রকার? (How many types of lens?)
লেন্স দুই প্রকার–
১। উত্তল বা অভিসারী লেন্স
যে লেন্সের মধ্যভাগ মোটা ও এর প্রান্তভাগ ক্রমশ সরু, তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়ে থাকে। তলের আকৃতির ওপর নির্ভর করে উত্তল লেন্স তিন প্রকারের। যথা :
- উভোত্তল লেন্স বা দ্বি-উত্তল লেন্স
- অবতলোত্তল (অবতল-উত্তল) লেন্স
- সমতলোত্তল (সমতল-উত্তল) লেন্স : যে লেন্সের একটি তল সমতল ও অন্যতল উত্তল তাকে সমোতলোত্তল লেন্স বলে।
২। অবতল বা অপসারী লেন্স
যে লেন্সের মধ্যভাগ সরু ও এর প্রান্তভাগ ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। তলের আকৃতির ওপর নির্ভর করে অবতল লেন্সও তিন প্রকারের। যথা :
- উভাবতল বা দ্বি-অবতল লেন্স : যে লেন্সের দুটি তলই অবতল তাকে দ্বি-অবতল লেন্স বলে।
- উত্তলাবতল (উত্তল-অবতল) লেন্স
- সমতলাবতল (সমতল-অবতল) লেন্স
লেন্সের ক্ষমতা (Power of a lens)
কোন লেন্সের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী (উত্তল লেন্সের ক্ষেত্রে) বা অপসারী (অবতল লেন্সের ক্ষেত্রে) গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ঐ লেন্সের ক্ষমতা বলে। যদি কোনো লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে বেশি পরিমাণে অভিসারিত বা অপসৃত করতে পারে, তবে তার ক্ষমতা বেশি আর যদি কম পরিমাণে অভিসারিত বা অপসৃত করতে পারে তবে তার ক্ষমতা কম।
লেন্সের ব্যবহার (Use of Lens)
নিচে উত্তল লেন্স এবং অবতল লেন্স এর ব্যবহার তুলে ধরা হলো–
উত্তল লেন্স :
- বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়।
- আতশী কাচ হিসেবে ব্যবহার করা হয়।
- চশমায় ব্যবহার করা হয় (দৃষ্টির ত্রুটি প্রতিরোধ করতে)।
- ক্যামেরা, অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়।
- অন্যান্য আলোক যন্ত্রে ব্যবহার করা হয়।
- অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়ের সময় সহায়ক হিসেবে ব্যবহার করা হয়।
- দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়।
- অলংকার নির্মাতা ও ঘড়ি মেরামতকারীরা এটি ব্যবহার করেন।
- গাড়িচালক গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার-রূপে ব্যবহার করে, ইত্যাদি।
অবতল লেন্স :
- চশমায় ব্যবহার করা হয় (ক্ষীনদৃষ্টির ক্ষেত্রে)।
- কোন কোন দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়।
- অন্যান্য আলোক যন্ত্রে ব্যবহার করা হয়।
- বিভিন্ন পরীক্ষণে ব্যবহার করা হয়।
- টর্চে ব্যবহৃত হয়।
- দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়।
- সোলার কুকারে ব্যবহৃত হয়।
- শক্তিশালী সমান্তরাল আলোকরশ্মি পেতে সন্ধান-আলো (সার্চলাইট) এবং যানবাহনের হেডলাইটে ব্যবহৃত হয়।
- মুখের বৃহৎ চিত্র দেখতে ক্ষৌরকর্মের দর্পণে ব্যবহৃত হয়, ইত্যাদি।
লেন্স সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। লেন্সের ধরনগুলোর নাম লিখ।
উত্তর : লেন্স দুই ধরনের। (i) উত্তল বা অভিসারী লেন্স এবং (ii) অবতল বা অপসারী লেন্স।
২। লেন্স তৈরি হয় কি দিয়ে?
উত্তর : কাঁচ।
৩। উত্তল লেন্সের অপর নাম কি?
উত্তর : উত্তল লেন্সের অপর নাম- অভিসারী লেন্স।
৪। অবতল লেন্সের অপর নাম কি?
উত্তর : অবতল লেন্সের অপর নাম- অপসারী লেন্স।
৫। লেন্সের ক্ষমতার মাত্রা কি?
উত্তর : L-1।
৬। বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে সকল দূরত্ব লেন্সের কোন জায়গা থেকে পরিমাপ করা হয়?
উত্তর : আলোক কেন্দ্র।
৭। লেন্সের মধ্য দিয়ে রশ্মি গমন করলে কয়বার প্রতিসরিত হয়?
উত্তর : ২ বার।
৮। লেন্সে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তর : প্রতিসরণ।
৯। লেন্সের গোলীয় পৃষ্ঠ কয়টি?
উত্তর : দুটি।
১০। লেন্সের ফোকাস বিন্দু কয়টি?
উত্তর : দুটি।
১১। লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি?
উত্তর : ২টি।
১২। অপসারী লেন্সকে কী বলা হয়?
উত্তর : ক্ষীণ মধ্য লেন্স।
কোন লেন্সের মধ্যভাগ পুরু প্রান্তভাগ পাতলা?
উত্তর : উত্তল লেন্স।
যে লেন্স দিয়ে ছোট জিনিস বড় দেখা যায় তাকে কী বলে?
উত্তর : উত্তল লেন্স।
যে লেন্স দিয়ে বড় জিনিস ছোট দেখা যায় তাকে কী বলে?
উত্তর : অবতল লেন্স।
লেন্সের আলোকীয় কেন্দ্র কয়টি?
উত্তর : একটি।
পাতলা লেন্স কাকে বলে? (What is called Thin Lens in Bengali/Bangla?)
উত্তর : যে লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে না তাকে পাতলা লেন্স বলে।
চোখের লেন্স কত প্রকার?
উত্তর : চোখের লেন্স সাধারণনত তিন প্রকারের হয়। ১। হার্ড কন্টাক্ট লেন্স। ২। আরজিপি কন্টাক্ট লেন্স। ৩। সফট কন্টাক্ট লেন্স।
চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন লেন্সের চশমা ব্যবহার করা হয়?
উত্তর : উত্তল লেন্স।
দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
উত্তর : অবতল লেন্স।
মায়োপিয়া কোন লেন্স ব্যবহার করা হয়?
উত্তর : অবতল লেন্স।
স্পর্শ না করে কীভাবে একটি লেন্স সনাক্ত করা যায়?
উত্তর : লেন্সের সামনে খুব কাছাকাছি কিন্তু পিছন দিকে একটি আঙুল রেখে সামনে থেকে তাকালে যদি সোজা ও বিবর্ধিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি উত্তল আর যদি সোজা ও খর্বিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি অবতল।
উত্তল লেন্সের কাজ কি?
উত্তর : উত্তল লেন্সের কাজ হল–
- এটি আলোক রশ্মিকে অভিসারিত করে;
- এটি আলোক রশ্মিকে অপসারিত করে;
- সর্বদা সদবিম্ব তৈরি করে;
- সর্বদা অসদবিম্ব তৈরি করে।
Tags :
উত্তল লেন্সের বৈশিষ্ট্য; ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়?; লেন্সের ক্ষমতা কাকে বলে?; ক্যামেরা লেন্স কত প্রকার ও কি কি?; উত্তল লেন্সের চিত্র; উত্তল লেন্স কাকে বলে?; উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে?; লেন্সের ক্ষমতা -2d বলতে কি বুঝায়?; অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়?; উত্তল লেন্সের উদাহরণ; উত্তল লেন্স in english; উত্তল লেন্সের কোথায় কোন বস্তু রাখলে তার সদ বিম্ব গঠিত হয়?; চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে?
মানুষের চোখের লেন্স উত্তল না অবতল?
পাতলা লেন্স কাকে বলে (What is called Thin lens?)