রক্ষণ যন্ত্র কী? (What is Protective Device in Bengali/Bangla?)
কোন বৈদ্যুতিক সার্কিটে শর্ট সার্কিট, আর্থফল্ট বা ওভারলোড এর কারণে পূর্ব নির্ধারিত কারেন্ট এর অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে বর্তনীতে ব্যবহৃত ওয়্যারিং ও যন্ত্রপাতির ক্ষতি হবে। ঐ সকল ক্ষয়-ক্ষতি হতে সিসটেমকে রক্ষা করার জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয়, সেগুলোকে রক্ষণ যন্ত্র বলে। যেমন- ফিউজ, সার্কিট ব্রেকার, রিয়্যাক্টর ইত্যাদি।
রক্ষণ যন্ত্রের গুরুত্ব (Importance of Protective Device)
রক্ষণ যন্ত্র বলতে আমরা বুঝি বৈদ্যুতিক সিস্টেমে যে সকল যন্ত্র আপনা আপনিভাবে নিজে বিনষ্ট হয়ে বা অক্ষত থেকে অন্যকে রক্ষা করে থাকে। রক্ষণ যন্ত্র আমাদের বৈদ্যুতিক সিস্টেমে সকল সার্কিটকে রক্ষা করে থাকে। কারেন্ট বা ভোল্টেজের মান নির্দিষ্ট পরিমাণ এর চেয়ে বেশি হলেই নিজে পুড়ে গিয়ে বা অক্ষত রেখে সার্কিটকে রক্ষা এবং অনেক ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা করে থাকে। বৈদ্যুতিক সিস্টেমে সংযুক্ত সরঞ্জামাদি, যন্ত্রপাতি অপ্রত্যাশিত দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য রক্ষণ যন্ত্রের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
রক্ষণ যন্ত্রের তালিকা (List of Protective Device)
রক্ষণ যন্ত্র প্রধানত দুই ধরণের। ১। সার্কিট ব্রেকার ও ২। ফিউজ।
বৈদ্যুতিক সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন রক্ষণ যন্ত্রগুলোর মধ্যে ফিউজ বহুল ব্যবহৃত।
ব্যবহারের স্থান, কাজের ধরন অনুযায়ী ফিউজ বিভিন্ন রকমের হয়। সচরাচর ব্যবহৃত ফিউজগুলো-
১। বিতাড়ন ফিউজ
২। কারটিজ ফিউজ
৩। প্লাগ ফিউজ
৪। টাইম রিলে ফিউজ
৫। ওপেন ফিউজ
৬। এইচ আর সি ফিউজ ইত্যাদি।
রক্ষণ যন্ত্র হিসেবে সার্কিট ব্রেকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্কিটের রক্ষণ কাজের নিরাপত্তা বিষয়ে এর গুরুত্ব অপরিসীম। গঠন, ব্যবহারের স্থান, কাজের ধরন অনুযায়ী সার্কিট ব্রেকার বিভিন্ন রকমের হয়। সচরাচর ব্যবহৃত সার্কিট ব্রেকারগুলো হলো–
১। এয়ার সার্কিট ব্রেকার
২। ওয়েল সার্কিট ব্রেকার
৩। ইএলসিবি (ELCB)
৪। এমসিবি (MCB)
৫। এমসিসিবি (MCCB) এবং
৬। সালফার হেক্সা-ফ্লোরাইড (SF6) সার্কিট ব্রেকার।
রক্ষণ যন্ত্রের ব্যবহার (Use of Protective Device)
বৈদ্যুতিক সার্কিটে নিম্নলিখিত ক্ষেত্রে রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়।
১। সুইচ বোর্ডে রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়।
২। মিটারের পর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়।
৩। প্রতিটি সাব-সার্কিটে রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়।
৪। প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রপাতি (রেফ্রিজারেটর, হিটার, মোটর, ওভেন ইত্যাদি)-তে।
৫। তাছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রতিটি ধাপে রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়।