রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। এ তন্ত্রে প্রবাহিত রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন এবং বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়।

উইলিয়াম হার্ভে (William Harvey) সর্বপ্রথম মানুষের রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন।

 

বদ্ধ ও উন্মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য কী?

বদ্ধ ও উন্মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

বদ্ধ সংবহনতন্ত্র

  • এ ধরনের সংবহনতন্ত্রে রক্ত হৃৎযন্ত্র ও রক্তবাহিকার অভ্যন্তরে অবস্থান করে।
  • হৃৎযন্ত্র, শিরা, ধমনী ও কৈশিকজালিকা সমন্বয়ে এটি গঠিত।
  • এক্ষেত্রে দেহগহ্বরে রক্ত প্রবেশ করে না; দেহগহ্বর প্রকৃত সিলোম।
  • রক্ত কোষ-টিস্যুর সরাসরি সংস্পর্শে আসে না।
  • কলারসের মাধ্যমে পুষ্টি পদার্থ ও গ্যাসের বিনিময় ঘটে।
  • Annelida ও Chordata পর্বের প্রাণীতে পাওয়া যায়।

উন্মুক্ত সংবহনতন্ত্র

  • এ ধরনের সংবহনতন্ত্রে রক্ত হৃৎযন্ত্র, রক্তবাহিকা ও বিভিন্ন সাইনাসে অবস্থান করে।
  • হৃৎযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালি ও সাইনাস নিয়ে এটি গঠিত।
  • এক্ষেত্রে দেহগহ্বরে রক্ত প্রবেশ করে; এজন্য একে হিমোসিল বলে।
  • রক্ত সরাসরি কোষ-টিস্যুর সংস্পর্শে এসে পুষ্টি পদার্থ ও গ্যাসের বিনিময় ঘটায়।
  • Arthropoda ও Mollusca পর্বের প্রাণীতে পাওয়া যায়।

 

Tags :

  • সংবহন কাকে বলে
  • রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ
  • রক্ত সংবহনতন্ত্র pdf
  • সংবহনতন্ত্র meaning in english
  • পানি সংবহনতন্ত্র
  • রক্ত সংবহনতন্ত্রের
  • রক্ত সংবহনতন্ত্র চিত্র
  • রক্ত সংবহনতন্ত্র mcq
  • পানি সংবহনতন্ত্র উদ্ভিদ কোনটি
  • Ascidia এর রক্ত সংবহনতন্ত্র
  • মুক্ত সংবহন তন্ত্র ও বদ্ধ সংবহন পার্থক্য
  • রক্ত সংবহনতন্ত্র কত প্রকার
  • মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে
  • মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়া আবিষ্কার করেন কে