যন্ত্র কাকে বলে? (What is called Machine in Bengali/Bangla?)
যে ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধাকে সহজে অতিক্রম করা যায়, তাকে যন্ত্র (Machine) বলে।
যন্ত্রের উদাহরণ : কুয়ো থেকে জল উঠানোর সময় আমরা যে চাকাটি ব্যবহার করে খুব সহজেই জল উঠাই সেই চাকা হলো এক প্রকার যন্ত্র।
যন্ত্র সাধারণত কী কী বাধা অতিক্রম করে?
যন্ত্রের বাধা অতিক্রম : যন্ত্রের সাহায্যে সাধারণত তিন প্রকার বাধাকে অতিক্রম করা হয়। যথা:
- অভিকর্ষ বলের বাধা,
- ঘর্ষণজনিত বলের বাধা এবং
- পদার্থের জাড্যজনিত বাধা।
কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলতে কী বোঝায়?
যান্ত্রিক সুবিধা (Mechanical advantage) : যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা (W) এবং যন্ত্রে প্রযুক্ত বলের (P) অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলে।
অর্থাৎ, যান্ত্রিক সুবিধা = (অতিক্রান্ত বাধা)/(প্রযুক্ত বল) = W/P.
জেনে রাখা ভালো: যে যন্ত্রে কম বল প্রয়োগ করে অপেক্ষাকৃত বেশি বাধা অতিক্রম করা যায়, তার যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, প্রযুক্ত বল ও অতিক্রান্ত বাধা সমান হলে যান্ত্রিক সুবিধা 1 এবং কম হলে যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়।
যন্ত্রের কর্মক্ষমতা কাকে বলে?
যন্ত্রের কর্মদক্ষতা (Efficiency): যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বা শক্তি এবং যন্ত্রে প্রযুক্ত কার্য বা শক্তির অনুপাতকে যন্ত্রের কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
সুতরাং, যন্ত্রের কর্মদক্ষতা = (যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বা শক্তি)/ যন্ত্রে প্রযুক্ত কার্য বা শক্তি x 100% ।
কর্মদক্ষতার কোনো একক নেই। যন্ত্রের কর্মদক্ষতা সব সময় 1-এর কম হয়।
আদর্শ যন্ত্র কাকে বলে?
আদর্শ যন্ত্র: যে যন্ত্রের কর্মদক্ষতা 1 অর্থাৎ 100% তাকে আদর্শ যন্ত্র বলে। [বাস্তবে আদর্শ যন্ত্র পাওয়া যায় না।]
সরল যন্ত্র কাকে বলে? (What is called Simple Machine in Bengali/Bangla?)
স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র (Simple machine) বলে। কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি হলো সরল যন্ত্র।
সরল যন্ত্র একটিমাত্র বলের ক্রিয়ার মাধ্যমে একটি কাজ করে। উক্ত যন্ত্রের উপর বল প্রযুক্ত হলে তা কাজ সম্পাদন করে এবং এর ফলে নির্দিষ্ট দূরত্ব আতিক্রান্ত হয়। সম্পাদিত কাজ অতিক্রান্ত দূরত্ব ও প্রযুক্ত বলের গুণফলের সমান। কোন একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ ধ্রুবক। অবশ্য প্রয়োজনীয় বলের পরিমাণ অপেক্ষাকৃত অধিক দূরত্বের উপর কম বল প্রয়োগ করে কমানো যেতে পারে। দুইটি বলের পরিমাণের অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলা হয়ে থাকে।
প্রথাগতভাবে সরল যন্ত্র বলতে রেনেসাঁ যুগের বিজ্ঞানীদের সংজ্ঞায়িত নিম্নোক্ত ৬টি যন্ত্রকে বোঝায়ঃ:
- আনত তল (N)
- চাকা-অক্ষদন্ড (O)
- লিভার (T)
- কপিকল (U)
- গোঁজ (V [single wedge]; X [double wedge])
- স্ক্রু (Y)
আসলে এই ছয় প্রকারের সরল যন্ত্রই হচ্ছে আধুনিককালের সব জটিল যন্ত্রের মূল। এদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে জটিল ও উন্নত যন্ত্র তৈরি করা হয়েছে।
সরল যন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Simple Machine)
- সরল যন্ত্র প্রযুক্ত বলকে কয়েকগুণ বৃদ্ধি করে।
- সরল যন্ত্র গতি ও দূরত্ব বৃদ্ধি করে।
সরল যন্ত্র ব্যবহারের সুবিধা কি কি? (What are advantages of using simple machine?)
- অল্প বলকে বহুগুণে বাড়ানো যায়।
- বল সুবিধামতো স্থানান্তরিত করা যায়।
- বলের দিক পরিবর্তন করা যায়।
- কাজকে সহজে সম্পাদনা করা যায়।
Tags :
- সরল যন্ত্র কিভাবে কাজকে সহজ করে?
- সরল যন্ত্র কোন শ্রেণীর লিভার?
- সরল যন্ত্র কত প্রকার ও কি কি?
- সরল যন্ত্র কিভাবে কাজ করা সহজ করে?
- সরল যন্ত্র কোনটি?
- সরল যন্ত্রের প্রকারভেদ
- সরল যন্ত্রের ছবি
- সরল যন্ত্র কিভাবে কাজ করা সহজ করে
- বল ও সরল যন্ত্র সৃজনশীল প্রশ্ন
- কোনটি লিভার যন্ত্র হিসেবে কাজ করে
- ফালক্রম কি
- কাচি থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়
- লিভার কাকে বলে
- সরল যন্ত্রের ছবি
- কোনটি লিভার যন্ত্র হিসেবে কাজ করে