বর্তমান সময়ে মেমোরি কার্ড শতকরা 90% মানুষ ব্যবহার করে। যেটিকে আমরা বিভিন্ন ডিভাইসে ছবি, ফটো, ফাইল, স্টোর করে রাখতে ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি মেমোরি কার্ড কয় প্রকারের হয় বা মেমোরি কার্ডের ক্লাস কি?
যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলে মেমোরি কার্ড কাকে বলে, মেমোরি কার্ড কয় প্রকার এবং মেমোরি কার্ডের দাম সম্পর্কে জেনে যাবেন। যার মাধ্যমে মেমোরি কার্ড সম্পর্কে আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। তাই চলুন মেমোরি কার্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
মেমোরি কার্ড কি? (What is Memory Card in Bengali/Bangla?)
মেমোরি কার্ড (Memory Card) হলো একটি ইলেকট্রনিক ডেটা স্টোরেজ ডিভাইস যা ডিজিটাল তথ্য (যেমন- ছবি, ফটো, ফাইল ইত্যাদি) স্টোর করার জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণত পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস যেমন ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট, পিডিএ, পোর্টেবল মিডিয়া প্লেয়ার, ভিডিও গেম কনসোল, সিন্থেসাইজার, ইলেকট্রনিক কীবোর্ড এবং ডিজিটাল পিয়ানোতে ব্যবহার করা হয়। এগুলো খুবই ছোট আকৃতির, হালকা, রি-রেকর্ডেবল। অত্যান্ত কম মূল্যের অধিক ধারণক্ষমতা সম্পন্ন মেমোরি কার্ড থেকে কার্ড রিডারের মাধ্যমে সহজেই কম্পিউটারে ডেটা স্থানান্তর করা যায়।
মেমোরি কার্ড কত প্রকার ও কি কি? (How Many Types of Memory Card?)
মেমোরি কার্ড অনেক প্রকারের হয়ে থাকে। যথা:
যেটিকে Panasonic, SanDisk, Toshiba এর মত মেমোরি কার্ড কম্পানি ডেভলপ করেছে। SD Card এর সাইজ postage stamp এর মত হয়।
সাধারণত – digital camera, mobile phone, tablet এর মত ডিভাইসের মধ্যে ডাটা স্টোর করবার জন্য SD card এর ব্যবহার করা হয়।
SD card maximum 2GB data ধরে রাখতে পারে। কিন্তু আজকের জেনারেশনে, ইউজারকে স্যাটিসফাই করতে এসডি কার্ডকে ডেভেলপ করে, আগের তুলনায় ক্যাপাসিটি বাড়ানো হয়েছে।
ক্যাপাসিটি এবং সাইজের উপর ভিত্তি করে SD Card কে তিন ভাগে ভাগ করা হয় ১) secure digital standard capacity (SDSC), ২) security digital high capacity SDHC), এবং ৩) secure digital extended capacity (SDXC)।
আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা Capacity এর SD card ব্যবহৃত হয়। তিন প্রকার SD card সম্পর্কে জেনে নিন।
SDSC – Secure Digital Standard Capacity
এই ক্যাটাগরিতে যে সকল মেমোরি কার্ডে গুলি আছে সেগুলি 128 MB থেকে 4GB পর্যন্ত ডাটা স্টোর করতে পারে। এবং এই বিভাগের মেমোরি কার্ডের দাম 200 থেকে 300 টাকা হয়ে থাকে।
SDHC – Secure Digital High Capacity
এই বিভাগের মধ্যে মেমোরি কার্ড গুলির সাইজ 4GB থেকে 32 জিবি পর্যন্ত হয়। এবং এগুলোর মূল্য সাধারণ এসডি কার্ডের থেকে কিছুটা বেশি।
SDXC – Secure Digital Extended Capacity
এই বিভাগের মধ্যে যে সকল মেমোরি কার্ড গুলি আছে সেগুলি 64GB থেকে 2TB পর্যন্ত ক্যাপাসিটির অন্তর্ভুক্ত থাকে। এবং আগের দুই ধরনের SD কার্ডের থেকে এই ধরনের মেমোরি কার্ডের দাম সবথেকে বেশি।
তো এখন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার কাছে যে মেমোরি কার্ডটি আছে সেটি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
২. CF Card (Compact Flash)
CF Card হলো এক ধরনের flash Memory Card। যেটিকে ১৯৯৪ সালে SanDisk company, manufacture করে। অনেক কম খরচে ম্যানুফ্যাকচার করার ফলে, এটিকে laptop, digital camera এবং Desktop এর মধ্যে লাগানো হয়।
সাধারণ SD card এর থেকে CF Card এর সাইজ বড় হয়। এবং সস্তা হওয়ার কারণে এটিকে SLR digital camera এর মধ্যে বেশি ব্যবহার করা হয়। এইজন্য Canon, LG, Nikon, kodak, Panasonic এর মত বড় বড় ক্যামেরা কম্পানি compact flash কে ক্যামেরার মধ্যে include করে।
৩. XD Card (Extreme Digital)
FuljiFilm এবং Olympus company তাদের শুট করা ফটো স্টোর করবার জন্য, তারা নিজেরাই এই ধরনের মেমোরি কার্ড তৈরি করে। এবং এই ধরনের মেমোরি কার্ড কে XD-Picture card ও বলা হয়।
অনন্যা মেমোরি কার্ডের তুলনায় XD Card এর capacity অনেক কম। কিন্তু এটির সাইজ সাধারণ SD Card বা postage stamp এর মতই হয়। First generation এ XD Card এর size 512 MB ছিল। কিন্তু আজকের দিনে এটির সাইজ বাড়িয়ে 2GB করা হয়েছে।
৪. Mini SD Card
Mini SD card এর full form হলো Mini Secure Digital Memory Card, যেটি Panasonic or SanDisk এর দ্বারা developed করা হয়েছে।
Standard SD card এর সাথে mini SD card এর size এর পার্থক্য আছে। কারণ mini SD card, standard SD card থেকে খুবই ছোট মেমোরি Card। যার কারণে Adapter এর ভেতর insert করে mini SD card এর ব্যবহার করা হয়।
এছাড়াও Mini SD card এর ব্যবহার mobile phone এবং MP3 player এর মধ্যেও হয়ে থাকে।
৫. Micro SD Card
Micro SD card কে TF Card ও বলা হয়। Micro SD Card, SanDisk company এর দ্বারা developed করা, এক ধরনের SD card।
Micro SD card, সাধারণ SD card এর থেকে ছোট হওয়ার কারণে, এটিকে মোবাইল ফোনের মধ্যে বেশি ব্যবহার করা হয়। যত প্রকারের মোবাইল ফোন আছে, এর ভেতরে যে ধরনের SD card আমরা লাগিয়ে থাকি; সবগুলি micro SD card category এর মধ্যে পড়ে। Micro SD card এর capacity 128 MB থেকে, 256 GB পর্যন্ত হয়।
Micro SD card সাধারণ SD card এর ফরমেটেই বানানো হয়েছে। যেই কারণে portable device এর ভেতরে memory space অনেক কম হওয়ার কারণবশত, micro SD card কে portable device এরমধ্যে লাগানো হয়ে থাকে। কারণ micro SD card, সাধারণ এসডি কার্ডের থেকে প্রচুর বড় হওয়ার কারণে সব মোবাইল ডিভাইসে compatible হয়ে ওঠে না। এইজন্য মোবাইলের মধ্যে মাইক্রো এবং মিনি sd কার্ড ব্যবহার করা হয়।
৬. MMC (Multi Media Card)
Multimedia card কে ডিজিটাল ক্যামেরার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয়। এর কারণ, MMC card সাধারণত picture এবং video শুট করবার জন্যই তৈরি করা হয়। মাল্টিমিডিয়া কার্ডের সাইজ, স্টিকারের মত হয়ে থাকে কিন্তু এটির ক্যাপাসিটি একটি বাড়ি থেকে অনেক বেশি।
আর একটি কথা মনে রাখবেন – যে ডিভাইস Sd কার্ড সাপোর্ট করে, সেই ডিভাইস MMC card কেও সাপোর্ট করবে। কিন্তু যে ডিভাইস MMC card সাপোর্ট করে, সেই ডিভাইস SD কার্ড সাপোর্ট করে না।
৭. Memory Stick
১৯৯৯ সালে, Sony company এর দ্বারা Memory Stick release করা হয়। এটি সবথেকে ভালো গুণ হলো – কোন ডিভাইসে Memory Stick এবং Memory Card একসাথে লাগিয়ে, Deleted Data কে পুনরায় Recover বা ফিরিয়ে নিয়ে আসা যায়। এই জন্য এই ধরনের মেমোরি কার্ড এর ব্যবহার কম্পিউটারে সবথেকে বেশি হয়।
মেমোরি কার্ডের বৈশিষ্ট্য
- ডেটা ট্রান্সফার রেট বেশি (১ MBps-২০ MBps)
- ওজন অনেক হালকা।
- ধারণক্ষমতা কয়েকশত গিগাবাইট পর্যন্ত।
- দাম অনেক কম। কিন্তু প্রতি গিগাবাইট হিসাবে দাম বেশি।
- আয়ুস্কাল ১০-১০০ বছর বলে এর প্রস্তুতকারকরা দাবি করেন।
মেমোরি কার্ড এর ব্যবহার
সাধারণত ডিজিটাল ক্যামেরায় ছবি সংরক্ষণ এবং হ্যান্ডহেল্ড কম্পিউটারের (পকেট পিসি এবং পাম ওএস ডিভাইস) মধ্যে প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণ এবং ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়।
মেমোরি সম্পর্কে আরো কিছু প্রশ্ন:–
১। 16, 32, 128 জিবি মেমোরি কার্ডের দাম কত?
ওয়ালটনের ১৬ জিবি মেমোরি কার্ডের দাম মাত্র ৩৫০ টাকা। ৩২ জিবির দাম ৪৯৫, ৬৪ জিবি ৯৯৫ এবং ১২৮ জিবি ১ হাজার ৬৯০ টাকা।
২। মেমোরি কার্ড কত জিবি হয়?
উত্তর : মোবাইলের অতি গুরুত্বপূর্ণ ডিভাইস মেমোরি কার্ড আসলে তার মেমোরি সাইজের উপর নির্ভর করে তৈরি করা হয়ে থাকে। বর্তমানে সাধারণত ৫১২ মেগাবাইট থেকে শুরু করে ১ জিবি, ২ জিবি, ৪ জিবি, ৮ জিবি, ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড পাওয়া যায়।
Tags :
- 64 জিবি মেমোরি কার্ডের দাম কত
- ৩২ জিবি মেমোরি কার্ডের দাম ২০২৩
- Samsung মেমোরি কার্ডের দাম
- মেমোরি কার্ড এর কাজ
- ১৬ জিবি মেমোরি কার্ডের দাম ২০২২
- ২৫৬ জিবি মেমোরি কার্ডের দাম
- ৮ জিবি মেমোরি কার্ডের দাম কত
- পাইকারি মেমোরি কার্ড