মডুলেশন ও ডিমডুলেশন কাকে বলে?

মডুলেশন কাকে বলে? (What is called Modulation in Bengali/Bangla?)

যে পদ্ধতিতে অডিও ফ্রিকুয়েন্সিকে হাই ফ্রিকুয়েন্সির সাথে মিশ্রিত করা হয় তাকে মডুলেশন (Modulation) বলে।

মডুলেশনের প্রযোজনীয়তা : মডুুুলেশনের প্রয়োজনীয়তা টেলিযোগাযোগ মাধ্যমে ব্যপক। এটি ছাড়া টেলিযোগাযোগ ব্যবস্থা অচল প্রায়। নিচে এর প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো-

১)  এন্টিনার দৈর্ঘ্য কমাতে।

২) অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করে।

৩) ফ্রি স্পেসে বেশি দূর পর্যন্ত তথ্য পৌছে দেয়া যায়।

৪) তার বিহীন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করে।

৫) সিগন্যালের গোপনীয়তা বৃদ্ধি করে।

৬) ব্যান্ড উইডথ ইচ্ছা মত বৃদ্ধি করা ও কমানো যায়।

 

ডিমডুলেশন কাকে বলে? (What is called Demodulation in Bengali/Bangla?)

যে পদ্ধতির মাধ্যমে মূল মডুলেটিং সিগন্যাল আলাদা করা হয়, তাকে ডিমডুলেশন (Demodulation) বলে। অর্থাৎ এটি অডিও ফ্রিকুয়েন্সিকে হাই-ফ্রিকুয়েন্সি আলাদা করে।

 

মডুলেশন ও ডিমডুলেশন কত প্রকার ও কি কি?

মডুলেশন প্রধানত তিন প্রকার। যথাঃ

(ক) অ্যামপ্লিচ্যুড মডুলেশন : যে মডুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচ্যুড পরিবর্তন হয়, তাকে অ্যামপ্লিচ্যুড মডুলেশন বলে।

(খ) ফ্রিকুয়েন্সি মডুলেশন : যে মডুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকুয়েন্সি পরিবর্তন হয়, তাকে ফ্রিকুয়েন্সি মডুলেশন বলে।

(গ) ফেজ মডুলেশন : যে মডুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফেজ পরিবর্তন হয়, তাকে ফেজ মডুলেশন বলে।

 

Tags :

  • মডুলেশন ও ডিমডুলেশন বলতে কি বুঝ?
  • মডুলেশন কত প্রকার ও কি কি?
  • মডুলেশন কেন করা হয়?
  • মডুলেশন ইনডেক্স কাকে বলে?
  • মডুলেশন এর কাজ কি?
  • ফ্রিকুয়েন্সি মডুলেশন কি?
  • ডিজিটাল মডুলেশন কি?
  • Demodulator কি
  • এনালগ মডুলেশন কি
  • মডুলেশন ও ডিমডুলেশন এর মধ্যে পার্থক্য কি
  • মডুলেশন সূচক কি?
  • Modulation কত প্রকার ও কী কী?
  • মডুলেশন ও ডিমডুলেশন বলতে কী বোঝো?
  • মডুলেটেড কি?
  • Am এবং fm এর মধ্যে পার্থক্য
  • Amplitude modulation কাকে বলে
  • ডিমডুলেশন এর কাজ কি
  • ডিমডুলেশন এর প্রয়োজনীয়তা কি
  • শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না ব্যাখ্যা কর
  • মডুলেশন কি ict