ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয় কত প্রকার ও কি কি?

যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা অপসারিত হওয়াকে ভূমিক্ষয় বলে। ব্যাপক অর্থে, মুষলধারায় বৃষ্টিপাত, পানির বেগবান স্রোতধারা, প্রবল বায়ুপ্রবাহ, নদী ও সমুদ্রের বিশাল ঢেউ, শিলাবৃষ্টি, তুষারপাত, হিমবাহ, কালবৈশাখী ঝড়, মাধ্যাকর্ষণ শক্তি এবং মানুষের দৈনন্দিন ক্রিয়াকলাপের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের মাটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে ভূমিক্ষয় বলে। ভূমিক্ষয় প্রক্রিয়ায় এক স্থানের মাটি ক্ষয় হয় আর তা অপেক্ষাকৃত নিম্নতর স্থানে জমা হয়। ভূমিক্ষয় মূলত একটি চলমান প্রক্রিয়া।

 

ভূমিক্ষয় কত প্রকার ও কি কি? (How Many Types of Soil Erosion?)

ভূমিক্ষয় দুই প্রকার। যথা :

১. প্রাকৃতিক ভূমিক্ষয় ও

২. কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়।

১। প্রাকৃতিক ভূমিক্ষয় : বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তুষারপাত, হিমবাহ, নদী ও সমুদ্রের ঢেউ, মাধ্যাকর্ষণ শক্তির কারণে প্রতিনিয়ত যে ভূমিক্ষয় হয়, তাকে প্রাকৃতিক ভূমিক্ষয় বলে। বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাত প্রাকৃতিক ভূমিক্ষয়ের অন্যতম কারণ। এগুলো চলার পথে ভূপৃষ্ঠের মাটির কণা বহন করে নিয়ে যায়। এর ফলে ক্ষয়কৃত মাটির পরিমাণ খুবই নগণ্য, যা দৃষ্টিগ্রাহ্য হয় না। প্রাকৃতিক ভূমিক্ষয় মাটি গঠন প্রক্রিয়ারই একটি অংশ হিসাবে বিবেচিত হয়। কিন্তু দীর্ঘকাল ভূমিক্ষয়ের ফলে কৃষিকাজ একটি বিপর্যয়ের সম্মুখীন হয়।

২। কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় : মানুষের দৈনন্দিন কার্যকলাপ যেমন– ভূমিকর্ষণ, পানিসেচ, পানি নিকাশ, বন ধ্বংস, পশুচারণ, জুম চাষ, জমি কেটে রাস্তা তৈরি, পাহাড় কাটা ইত্যাদি কারণে ভূমির উপরিভাগ থেকে মাটি আলগা হয়ে স্থানচ্যুত হয়ে যে ভূমিক্ষয় হয়, তাকে কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় বলে।

 

Tags :

  • ভূমিক্ষয়ের প্রধান কারণ কোনটি
  • ভূমিক্ষয়ের কারণ কি কি
  • ভূমিক্ষয় ও ক্ষয়রোধ
  • আস্তরণ ভূমিক্ষয় কোথায় বেশি হয়
  • ভূমিক্ষয় কাকে বলে class 5
  • ভূমিক্ষয়ের দুটি ক্ষতিকর দিক উল্লেখ কর
  • ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো কি কি
  • পানিজনিত ভূমিক্ষয় কত প্রকার
  • ভূমিক্ষয় কাকে বলে
  • আস্তরণ ভূমিক্ষয় কাকে বলে
  • ভূমিক্ষয় meaning in english
  • ভূমিক্ষয়ের ফলে প্রধান সমস্যা গুলি কি কি
  • প্রাকৃতিক ভূমিক্ষয় কাকে বলে?
  • নালা ভূমিক্ষয় কাকে বলে
  • ভূমিক্ষয় কাকে বলে কত প্রকার ও কি কি?
  • ভূমিহ্ময় কি?
  • রিল ভূমিক্ষয় বলতে কি বুঝ?
  • ভূমিক্ষয় মৃত্তিকার কি প্রভাব ফেলে?
  • মৃত্তিকা ক্ষয়ের প্রভাবগুলি কী কী?
  • ভূমিক্ষয়ের জন্য মানুষ দায়ী কেন?