ব্লিচিং পাউডার কি? (What is Bleaching powder in Bengali/Bangla?)
ব্লিচিং পাউডার হল একটি উত্তম দাগ পরিষ্কারক ও জীবাণুনাশক। ব্লিচিং পাউডারের সংকেত Ca(OCl)Cl (ক্যালসিয়াম হাইপো ক্লোরাইড)। এটি ক্লোরিনের ঝাঁজালো গন্ধযুক্ত একটি অজৈব পদার্থ। এটি জলীয় বাষ্প শোষণ করে এবং পানির সঙ্গে আংশিক বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইপোক্লোরাইট উৎপন্ন করে।
ব্লিচিং পাউডারের জারণ ও বিরঞ্জন ধর্ম ক্লোরিনের ওপর নির্ভর করে। এটি হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি ও ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয়।
ঈষৎ আর্দ্র চুনের সঙ্গে শুষ্ক ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে ব্লিচিং পাউডার তৈরি করা হয়।
এ ছাড়া পানিকে বিশুদ্ধ করতে, ক্লোরোফর্ম প্রস্তুতিতে, কাগজশিল্পে এবং বস্ত্র বিরঞ্জন করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। বাড়ির আশপাশে ভেজা স্যাঁতসেঁতে জায়গায় বা টয়লেটের কমোড, ঘরের মেঝে থেকে জীবাণু ধ্বংস করার জন্য এই পাউডার ছিটিয়ে দেওয়া হয়। এটি টয়লেটের কমোড ও বেসিনে দেওয়ার পর যখন পানি যোগ করা হয়, তখন এই পাউডার পানির সঙ্গে বিক্রিয়া করে হাইপোক্লোরাস এসিড (HOCl) ও ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে।
পরে হাইপোক্লোরাস এসিড ভেঙে গিয়ে জায়মান অক্সিজেন তৈরি করে, যা জীবাণু ধ্বংস করে।
ব্লিচিং পাউডারের ক্ষতিকর দিকও আছে। অনেকে ঘরদোর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারের কাজে নিয়মিত ব্লিচিং পাউডার ব্যবহার করেন। এতে ঘরদোর ঝকঝকে হয় ঠিকই; কিন্তু শিশুদের শ্বাসতন্ত্রসহ নানা সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কতার কথা বলা হয়েছে।
এ ছাড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনেকে না বুঝে সরাসরি মানবদেহে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ-মুখের জন্য ক্ষতিকর। ব্লিচিং পাউডার সরাসরি স্কিনে ব্যবহার করা ক্ষতিকর। কারণ এর রাসায়নিক উপাদান স্কিন পুড়িয়ে ফেলে। এর ফলে স্কিনের বিভিন্ন রোগ হতে পারে। তাই স্বাস্থ্য অধিদপ্তর সরাসরি মানবদেহে ব্লিচিং পাউডার ছিটাতে নিষেধ করেছে।
ব্লিচিং পাউডার কীভাবে কাপড়ের দাগ দূর করে?
ব্লিচিং পাউডার বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়ায় হাইপোক্লোরাস এসিড উৎপন্ন হয়। হাইপোক্লোরাস এসিড তাৎক্ষণিক বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেনের জারণ ক্রিয়ায় কাপড়ের দাগ দূর হয়। জায়মান অক্সিজেন ও HCl এর বিক্রিয়ায় পানি ও সক্রিয় ক্লোরিন উৎপন্ন হয়। উৎপন্ন ক্লোরিনের জারণ ক্রিয়ায় দাগ দূর হয়।
2Ca(OCl)Cl + H2O + CO2 → CaCO3 + CaCl2 + 2HClO
2HClO → HCl + [O]
2HCl + [O] → H2O + 2 [O]
সাবান ও ডিটারজেন্টর মধ্যে পার্থক্য কি? (What is difference between soap and detergent?)
সাবান ও ডিটারজেন্ট উভয়ে ময়লা পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে–
১. সাবান হল দীর্ঘ কার্বন বিশিষ্ট ফ্যাটি এসিডের সোডিয়াম/পটাশিয়াম লবণ। অপরদিকে, ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট সালফোনিক এসিডের সোডিয়াম লবণ।
২. সাবান খর পানিতে ভালো কাজ করতে পারে না। কিন্তু ডিটারজেন্ট খর পানি ও মৃদু পানিতে সমান কাজ করতে পারে।
৩. সাবানের পরিষ্কারক ক্ষমতা ডিটারজেন্ট এর থেকে কম। অন্যদিকে, ডিটারজেন্টের পরিষ্কারক ক্ষমতা সাবানের চেয়ে বেশি।
৪. সাবান অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দীর্ঘ শিকল। কিন্তু ডিটারজেন্ট অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় হতে পারে।
৫. সাবান এর কার্যকরী মূলক ( R -COONa/K) এবং ডিটারজেন্টের কার্যকরী মূলক (R -OSO₃Na)।
আরো পড়ুন-
১। পরমাণুর মূল কণিকা কাকে বলে? কত প্রকার ও কি কি?
২। বুনসেন বার্নার কি? What is Bunsen burner in Bengali?
৩। ব্যুরেট কি? ব্যুরেট ব্যবহারের কৌশল। (Burette in Bengali)
৪। কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। (Conical Flask in Bengali)
৫। ফাস্ট এইড বক্স কি? What is First aid box in Bengali/Bangla?
৬। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কাকে বলে?