বৈদ্যুতিক তার ও ক্যাবল কাকে বলে? বৈদ্যুতিক তার ও ক্যাবলের মধ্যে পার্থক্য কি?

বৈদ্যুতিক তার

ইনসুলেশনের আবরণহীন কন্ডাকটরকে বৈদ্যুতিক তার বলে। এটি ওবার হেড লাইনে ব্যবহৃত হয়। সঠিকভাবে বলতে কি, ইনসুলেশন দ্বারা আবৃত বা অনাবৃত একটি একক পরিবাহী বা কন্ডাকটরকেই ওয়্যার বা বৈদ্যুতিক তার বলা হয়। বাস্তবে একক বা একাধিক খেই বিশিষ্ট পাঁকানো খোলা বা ইনসুলেশন-বিহীন পরিবাহীকেও বৈদ্যুতিক তার বা ওয়্যার বলা হয়। অর্থাৎ ইনসুলেশন-বিহীন সকল পরিবাহী এবং কম কারেন্টবাহী ইনসুলেশন যুক্ত পরিবাহীকে তার বলে।

 

বৈদ্যুতিক ক্যাবল

প্রয়োজনীয় পরিমাণ ভোল্টেজকে প্রতিরোধ করতে পারে, এমন পর্যাপ্ত ইনসুলেশনের সমন্বয়ে প্রস্তুতকৃত পরিবাহীকে ক্যাবল বলা হয়। ঘনবসতি এলাকায় লো-ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমে ক্যাবল ব্যবহার করা খুব সুবিধাজনক।

অ্যালুমিনিয়াম বা তামার তারের কোর, পিভিসি বা তৈলসিক্ত কাগজের ইনসুলেশন জল নিরোধক ধাতব আবরণ, ধাতব আর্মার প্রভৃতি উপাদান দিয়ে ক্যাবল তৈরি করা হয়।

 

বৈদ্যুতিক তার ও ক্যাবলের মধ্যে পার্থক্য কি?

বিদ্যুৎ পরিবাহীর গঠন, ব্যবহার ইত্যাদি অনুসারে বৈদ্যুতিক তার এবং ক্যাবলের মধ্যে নিম্নরূপ পার্থক্য দেখা যায়।

বৈদ্যুতিক তার

১। ইনসুলেশন আবরণহীন কন্ডাকটরকে বৈদ্যুতিক তার বলে।

২। বৈদ্যুতিক তার নিরেট (সলিড) অথবা রজ্জু (স্ট্রান্ডেজ) উভয় হইতে পারে।

৩। তারের ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে না।

৪। নগ্ন বৈদ্যুতিক তার ব্যতীত হাল্কা ইনসুলেশন যুক্ত বৈদ্যুতিক তার সাধারণত নিম্ন এবং মাঝারি ভোল্টেজের (৩৩ কেভি) জন্য ব্যবহৃত হয়।

৫। তার এ আর্মারিং থাকে না।

৬। কারেন্ট বহন ক্ষমতা তুলনামূলকভাবে কম।

৭। তার বিদ্যুৎ উৎপাদন, পরিবর্তন, (জেনারেটরে, ট্রান্সফরমার, মোটর) পরিবহন ও বিতরণে ওভারহেড লাইনে ব্যবহৃত হয়।

৮। একই পরিমাণ কারেন্ট বহন ক্ষমতার ক্যাবলের তুলনায় তারের দাম কম।

৯। লাইনে তার ব্যবহারে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার আশংঙ্কা বেশি থাকে।

বৈদ্যুতিক ক্যাবল

১। ইনসুলেশন দেওয়া বৈদ্যুতিক তারকে ক্যাবল বলে।

২। ক্যাবল প্রায় ক্ষেত্রেই স্ট্রান্ডেড (রজ্জু) হয়।

৩। ক্যাবলে ইনসুলেশনের উপর আবারও ভারী ইনসুলেশন অথবা ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে।

৪। ক্যাবল মাঝারি এবং উচ্চ ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়।

৫। ক্যাবলে আর্মারিং করা থাকে।

৬। কারেন্ট বহন ক্ষমতা বেশি।

৭। ক্যাবল বিদ্যুৎ পরিবহন ও বিতরণে ওভারহেড ও আন্ডার গ্রাউন্ড লাইনে ব্যবহৃত হয়।

৮। একই পরিমাণ কারেন্ট বহন ক্ষমতার ক্যাবলের দাম বেশি।

৯। লাইনে ক্যাবল ব্যবহারে বৈদ্যুতিক দুর্ঘটনা কম ঘটে।