বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য

যেসব গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র সঠিকভাবে মেনে চলে না তাদের বাস্তব বা প্রকৃত গ্যাস (Real gas) বলে। যেমন- হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি পরিচিত গ্যাসগুলিকে বাস্তব গ্যাস বলে। আসলে আদর্শ গ্যাসের অস্তিত্ব নিছক কল্পনা মাত্র। শুধুমাত্র উচ্চ তাপমাত্রায় এবং নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে এবং আদর্শ গ্যাস সমীকরণগুলি মেনে চলে।

 

বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য (Properties of real gas)

বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো–

১. এরা যথাযথভাবে PV = nRT সমীকরণ মেনে চলে না।

২. বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান।

৩. বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল।

৪. উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে বাস্তব গ্যাসসমূহ মোটামুটিভাবে প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে।

 

আরো পড়ুনঃ-

১। ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? (Dalton’s law of partial pressure in Bengali)

২। অ্যাভোগাড্রোর সূত্র (Avogadro’s Law in Bengali)

৩। বয়েলের সূত্র কি? What is Boyle’s law in Bengali/Bangla?

৪। আদর্শ গ্যাস কাকে বলে? (Ideal gas in Bengali)