প্রজেক্টর কি? প্রজেক্টর এর কাজ কি?

আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো গুরুত্বপূর্ণ একটি মাল্টিমিডিয়া যন্ত্র প্রজেক্টর নিয়ে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক….।

প্রজেক্টর (Projector) হলো একটি ইলেকট্রো-অপটিক্যাল যন্ত্র, যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে দেখানো যায়। বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার দেখা যায়।

বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রজেক্টর হলো ভিডিও প্রজেক্টর। ভিডিও প্রজেক্টর হলো পূর্বের প্রজেক্টর (যেমন: স্লাইড প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টর) এর ডিজিটাল সংস্করণ। পূর্বের এই ধরনের প্রজেক্টরগুলো মূলত ১৯৯০ এবং ২০০০ এর দিকে ডিজিটাল প্রজেক্টর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, কিন্তু পুরাতন অ্যানালগ প্রজেক্টরগুলো আজও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। সবচেয়ে নতুন ধরনের প্রজেক্টর হলো হাতে বহনযোগ্য প্রজেক্টর যা লেজার ও এলইডি-র সাহায্যে চিত্র প্রক্ষেপ করে। এগুলোর দ্বারা প্রক্ষিপ্ত চিত্র পারিপার্শ্বিক আলোর পরিমাণ বেশি হলে দেখতে সমস্যা হয়।

চলচ্চিত্র প্রেক্ষাগৃহ গুলোতে এক ধরনের প্রজেক্টর ব্যবহার করা হয় যা চলচ্চিত্র প্রজেক্টর হিসেবে পরিচিত, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ডিজিটাল চলচ্চিত্র ভিডিও প্রজেক্টর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

 

প্রজেক্টের এর কাজ কি?

প্রজেক্টরের মূল কাজগুলো হলোঃ

  • কম্পিউটারে রাখা ডেটা (যেমন- ভিডিও, ছবি, ডকুমেন্ট) বহুগুণ বড় করে দেখানো।
  • প্রচুর সংখ্যক গ্রাহকের সামনে প্রদর্শনের মাধ্যমে পণ্যের বিভিন্ন দিক তুলে ধরা।
  • ভিডিও টেপ প্লেয়ার বা ডিজিটাল ভিডিও ডিস্ক প্লেয়ার থেকে চলমান ইমেজ দেখানাের কাজ করে।

বহনযোগ্য প্রজেক্টরের জন্য আদর্শ রেজ্যুলেশন এসভিজিএ (৮০০x৬০০ পিক্সেলের) মানের হতে হয়। প্রজেক্টরের মূল্য শুধুমাত্র এর রেজুলেশনের উপরই নির্ভর করে না, এর ঔজ্জ্বল্যের উপরও নির্ভর করে। বিশাল সভাকক্ষে ব্যবহারের জন্য এর ঔজ্জ্বল্য এক হাজার থেকে চার হাজার এনসি লুমেন্সের হতে হয়।

 

Tags :

  • প্রজেক্টর বলতে কী বোঝো?
  • প্রজেক্টর কে আবিষ্কার করেন?
  • সিনেমা হলে প্রজেক্টর রূপে কোনটি ব্যবহৃত হয়?
  • প্রজেক্টর কত টাকা?
  • প্রজেক্ট কি
  • প্রজেক্টর ব্যবহারের নিয়ম কি?
  • বেতার কি?
  • মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার;
  • প্রজেক্ট এর কাজ কি?
  • মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা কি?
  • মাল্টিমিডিয়া প্রজেক্টর কি?
  • প্রজেক্টর কিভাবে কাজ করে?
  • প্রজেক্টর এর কাজ কী?
  • মাল্টিমিডিয়া প্রজেক্টর কোন ধরনের যন্ত্র
  • স্পিকার কি
  • প্রজেক্টর কেনার আগে
  • মাল্টিমিডিয়া প্রজেক্টর এর দাম
  • প্রজেক্টর পর্দার দাম