প্যাকেজ সফটওয়্যার কি? প্যাকেজ সফটওয়্যারের সুবিধা ও অসুবিধা কি?

বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি করা যেসব প্রোগ্রাম বাজারে কিনতে পাওয়া যায়, তাকে প্যাকেজ প্রোগ্রাম বা প্যাকেজ সফটওয়্যার বলা হয়। বাণিজ্যিকভাবে সফলতা লাভের জন্য বড় বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্রেতাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে প্যাকেজ প্রোগ্রাম তৈরি করে থাকে। এক্ষেত্রে তারা একাধিক সফটওয়্যারকে সাধারণ কিছু বৈশিষ্ট্যের কারণে সমন্বিত বা ইন্টিগ্রেশন করে বাজারজাত করে থাকেন। যেমন- মাইক্রোসফট অফিস প্যাকেজ। এ প্যাকেজটিতে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এমনি আরও অনেক আলাদা আলাদা সফটওয়্যার আছে। সবগুলো সফটওয়্যারের জন্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন- নতুন কোন ফাইল খোলা, ফাইল সংরক্ষণ করা, গ্রাফের ব্যবহার, বিভিন্ন ড্রইং অবজেক্টের ব্যবহার ইত্যাদি। ব্যবহারকারী এ সকল প্রোগ্রামের কোনরূপ পরিবর্তন, সংযোজন বা সংকোচন করতে পারেন না।

 

প্যাকেজ সফটওয়্যারের বৈশিষ্ট্য (Characteristics of Package Software)

  • পাকেজ সফটওয়্যারগুলো সাধারণত কমন কোন কাজ বা সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়। এতে করে অনেকেই প্যাকেজ  সফটওয়্যার কিনে তাদের কাজ করতে পারেন।
  • কাস্টমাইজড বা ব্যবহারকারী লিখিত প্রোগ্রামের মতো দক্ষ যেকোন কম্পিউটার ব্যবহারকারী প্যকেজ সফটওয়্যারও তৈরি করতে পারেন। তবে এককভাবে কারো পক্ষে প্যাকেজ সফটওয়্যার তৈরি করা অনেক সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। কারণ প্যাকেজ সফটওয়্যারগুলোর কারিগরি দক্ষতা অনেক বেশি হয় এবং আকারেও এগুলো অনেক বড় হয়।
  • প্যাকেজ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নিয়মিত তার ক্রেতাদের চাহিদা যাচাই করে প্যাকেজ সফটওয়্যারের নতুন ভার্সন বাজারে ছাড়েন।
  • বহুলোকে ব্যবহার করতে পারে বলে এসব সফটওয়্যারের জনপ্রিয়তাও বেশি।
  • এসব সফটওয়্যার সহজেই বাজারে কিনতে পাওয়া যায়।

 

প্যাকেজ সফটওয়্যারের সুবিধা (Advantages of Package Software)

  • কাস্টমাইজড সফটওয়্যার তৈরির ঝামেলা ও খরচ থেকে মুক্ত পাওয়া যায়।
  • ছােট প্রতিষ্ঠানসমূহ কম্পিউটার কেনার সময় এসব সফটওয়্যার কিনে সাথে সাথেই তাদের এপ্লিকেশন চালাতে পারে।
  • এসব সফটওয়্যার তৈরি করার পর বহুবার পরীক্ষা-নিরীক্ষা করা হয় বলে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি।
  • তাছাড়া এগুলো কেনার সাথে সাথেই ব্যবহার করা যায়।

 

প্যাকেজ সফটওয়্যারের অসুবিধা (Disadvantages of Package Software)

  • এটি ব্যবহারকারীর চাহিদার সবটুকু পূরণ করতে নাও পারে। কিন্তু ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিক্রেতা পরিবর্তন করে দিতে বাধ্য নয়।
  • প্যাকেজ সরবরাহকারীর কাজের গুণাগুণ এবং সেবার উপর ব্যবহারকারীর খুব কম নিয়ন্ত্রণ থাকে।
  • কিছু কিছু প্যাকেজের মাঝে মধ্যেই পরিবর্তন করার প্রয়োজন হতে পারে (যেমনঃ বেতন তৈরির প্রোগ্রাম)। সেক্ষেত্রে ব্যবহারকারী খুব বেশি মাত্রায় প্যাকেজ সরবরাহকারীর উপর নির্ভরশীল হয়ে পড়ে।

 

কয়েকটি প্যাকেজ সফটওয়্যার

কয়েকটি প্যাকেজ সফটওয়্যারের উদাহরণ ও তাদের কাজের ধরন সম্পর্কে নিচে দেয়া হলােঃ

১. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারঃ মাইক্রোসফট ওয়ার্ড

মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখির জন্য তৈরি একটি জনপ্রিয় প্যাকেজ সফটওয়্যার বা প্রোগ্রাম। এ সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারে চিঠিপত্র লেখা, প্রবন্ধ-নিবন্ধ, প্রতিবেদন এবং বড় আকারের বইয়ের কাজ করা যায়।

মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের বৈশিষ্ট্যঃ

  • তৈরিকৃত ডকুমেন্টের প্রয়োজনীয় সংশোধন ও গঠন নিয়ন্ত্রণ করা যায়।
  • ডকুমেন্ট গঠন ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
  • প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে লেখার বানান ভুল সংশোধন করা যায়।
  • তৈরিকৃত ডকুমেন্টকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট নেয়া যায়।
  • ইচ্ছেমতো বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহারের সুযোগ পাওয়া যায়।
  • সর্টিং, মেইলমার্জের মতো সুবিধা পাওয়া যায়।
  • পৃষ্ঠা সজ্জিত করা যায়।
  • ভুলকৃত বানানসমূহ এর অভ্যন্তরীণ স্পেল চেকারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে তা এর নিজস্ব ডিকশনারী হতে সংশোধন করা যায়।
  • ডকুমেন্টে ইচ্ছেমতো টেবিল, কলাম, রো, বর্ডার, লাইন, বিশেষ চিহ্ন বা সিম্বল, বুলার, অ্যালাইনমেন্ট, ছোটখাট ডায়াগ্রাম, ইকুয়েশন ইত্যাদি তৈরি ও ব্যবহার করা যায়।
  • ডকুমেন্টে হেডার-ফুটার দেয়া যায় এবং ওয়েবপেজ আকারে সেভ বা ওয়েবপেজ প্রিভিউ দেখা যায়।

 

২. স্প্রেডশিট এ্যানালিসিস সফটওয়্যারঃ মাইক্রোসফট একসেল

হিসাব-নিকাশের কাজ করার জন্য তৈরি একটি জনপ্রিয় প্যাকেজ সফটওয়্যার। একে স্প্রেডশিট প্রোগ্রামও বলে। এ প্রোগ্রামের সাহায্যে একসঙ্গে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, গড়, সুদ ইত্যাদি হিসাবের কাজ খুব দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়।

মাইক্রোসফট একসেল সফটওয়্যারের বৈশিষ্ট্যঃ

  • কোন একটি সংখ্যা পরিবর্তন করলে ঐ সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত হিসেব আপনা-আপনিই পরিবর্তিত হয়ে নতুনভাবে বিন্যস্ত হয়ে যায়।
  • দ্রুত ও নির্ভুলভাবে হিসাব-নিকাশের গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
  • রো এবং কলাম ব্যবহার করে নানা ধরনের হিসেবের কাজ করা যায়।
  • উপাত্ত ব্যবস্থাপনার পাশাপাশি এ প্রোগ্রাম দিয়ে লেখচিত্রও তৈরি করা যায়।
  • এ প্রোগ্রামের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব এবং উদ্বর্তপত্র তেরি করা যায়।
  • শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ফলাফল তৈরি করা যায়।
  • যে কোন বাজেট তৈরি করা যায়।
  • বিভিন্ন ধরনের পরিসংখ্যানের কাজ করা যায়।
  • আয়কর এবং অন্যান্য হিসেবের কাজ করা যায়।
  • প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন তৈরি, উৎপাদন ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, প্রদেয় ও প্রাপ্য হিসেব সংরক্ষন করা যায়।

 

 

৩. ডেটাবেজ সফটওয়্যারঃ মাইক্রোসফট একসিস

জনপ্রিয় এ প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে ডেটা সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে ঐগুলো সাজানো বা কাজে লাগানো যায়।

মাইক্রোসফট একসিস সফটওয়্যারের বৈশিষ্ট্যঃ

এ প্রোগ্রামের সাহায্যে সংরক্ষণ করা তথ্য শ্রেণীবদ্ধ পদ্ধতিতে সাজানো থাকে।

বড় কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান এবং অফিস আদালতের কর্মকর্তা কর্মচারিদের নাম, পদবী, বেতন, ঠিকানাসহ বিস্তারিত বিবরণ, উৎপাদন, বিক্রয়, আমদানি, রফতানি ইত্যাদির যাবতীয় তথ্য ব্যবস্থাপনার কাজ করা যায়।

আদমশুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ, পরিসংখ্যান ব্যুরো ইত্যাদি দফতরগুলোর বিপুল পরিমাণ তথ্য ব্যবস্থাপনার কাজ এ প্রোগ্রামের সাহায্যে নির্ভুলভাবে সম্পাদন ও সংরক্ষণ করা যায়।

তথ্য ব্যবস্থাপনায় পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধনের জন্য বিভিন্ন আঙ্গিকে ডেটাবেসের তথ্যকে সাজিয়ে বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করা যায়।

বিভিন্ন ধরনের গবেষণার কাজে এসব প্রোগ্রাম ব্যবহার করা যায়।

শিল্প প্রতিষ্ঠানের প্রাপ্য ও প্রদেয় হিসেব, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বার্ষিক রিপোর্ট, উৎপাদন ও বিক্রয় ইত্যাদি যাবতীয় কাজের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও নিয়ন্ত্রণের কাজে এ প্রোগ্রামটি ব্যবহৃত হয়।

 

 

৪. প্রেজেন্টেশন সফটওয়্যারঃ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

 

মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি পাওয়ার পয়েন্ট একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার। এ সফটওয়্যারটি ব্যাবহার করে সুন্দর সুন্দর স্লাইড তৈরি করা ছাড়াও আরও অনেক কাজ অতি সহজে করা যায়। অফিসের অনেক ফিচার যা এমএস ওয়ার্ড, একসেলে রয়েছে তা পাওয়ার পয়েন্টে কাজে লাগিয়ে সহজে ইচ্ছেমত স্লাইড, রিপোর্ট প্রজেক্ট স্ট্যাটাস, বিজনেস প্লান ইত্যাদি তৈরি করা যায়।

 

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের বৈশিষ্ট্যঃ

 

কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য স্লাইড তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে হলভর্তি দর্শকদের সামনে স্লাইড শো করা যায়।

কোন রিপোর্ট বা প্রজেক্ট স্টাটাস বা বিজনেস প্লান বা এ জাতীয় অন্যান্য বিষয়কে পাওয়ার পয়েন্টের উইজার্ড ব্যবহার করে অতি সহজে তৈরি করা যায়।

তৈরিকৃত স্লাইডে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেড ডিজাইনের ইফেক্ট দেয়া যায় এবং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের ইফেক্ট দিয়ে মনোমুগ্ধকরভাবে উপথোপন করা যায়।

তৈরিকৃত রিপোর্টকে অন স্ক্রীনে শো করা ছাড়াও প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট হিসেবে প্রিন্ট করা যায়।

স্লাইড শো করার সময় কোন বিষয়কে মার্ক করার জন্য পাওয়ার পয়েন্টের ইলেকট্রিক কলম ব্যবহার করা যায় এবং স্পিকার নোট তৈরি করা যায়।

 

মাইক্রোসফট অফিসঃ ওয়ার্ড প্রসেসিংয়ের কাজে, গাণিতিক হিসাব-নিকাশ, ডাটাবেজের কাজ, প্রেজেন্টেশন তৈরি সবকিছুই করা যায়। এর মধ্যে আছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট একসেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং আরও বিভিন্ন প্রােগ্রাম।

 

এডােবি ফটোশপ সিএস-২ঃ গ্রাফিক্স ডিজাইনের কাজে এডােবি ফটোশপ জনপ্রিয় একটি সফটওয়্যার। এর মধ্যে রয়েছে এডোবি ফটোশপ, এডােবি ইমেজরেভি, এডােবি ব্রিজ।

 

নর্টন এন্টিভাইরাসঃ ভাইরাস নির্মুলের কাজ ও কম্পিউটারের কার্যক্ষমতা (Performance) বাড়ানাে কাজ করে। এর মধ্যে আছে নর্টন এন্টিভাইরাস, নর্টন টুলকিট ইত্যাদি।

 

 

অনুশীলনী

 

১। প্যাকেজ সফটওয়্যার তৈরি করা হয় কার জন্য?

 

উত্তর : সকলের জন্য।

 

 

২। কোন সফটওয়্যারের সহায়তায় ব্যক্তিগত কাজ সুচারুভাবে সম্পাদনা করা যায়?

 

উত্তর : প্যাকেজ সফটওয়্যার।

 

 

আরো পড়ুনঃ-

 

১। এডোবি ইলাস্ট্রেটর সিএস (Adobe Illustrator CS) কি?

 

২। স্প্রেডশিট কি? স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি?

 

৩। প্যাকেজ প্রোগ্রাম এবং কাস্টমাইজড প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি?

 

৪। এন্টিভাইরাস প্রোগ্রাম কি? জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম।

 

৫। মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) কি? এর সাহায্যে কি কি কাজ সম্পাদন করা যায়?

 

৬। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার ও কি কি?

 

৭। প্যাকেজ সফটওয়্যার কি? প্যাকেজ সফটওয়্যারের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা।

 

 

 

Tags :

  • প্যাকেজ সফটওয়্যার বলতে কী বোঝায়?
  • প্যাকেজ সফটওয়্যার এর সুবিধা কি?
  • কাস্টমাইজ সফটওয়্যার কি
  • প্যাকেজ প্রোগ্রাম কি
  • কাস্টমাইজ সফটওয়্যার এর উদাহরণ
  • এপ্লিকেশন প্যাকেজ কি
  • প্যাকেজ সফটওয়্যারের সুবিধা ও অসুবিধা
  • প্যাকেজ কি
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি
  • কাস্টমাইজড সফটওয়্যার