পিডিএফ ফাইল (PDF File)
পিডিএফ ফাইল মূলত একটি ই-বুক। কম্পিউটারে সহজে কোন বই বা ইস্ট্রাকশন বা গাইড পড়ার সহজ মাধ্যম হল ই-বুক। একটি বইয়ে যেভাবে লেখা বা চিত্র উপস্থাপন করা যায় এখানে ঠিক একইভাবে লেখা বা চিত্রকে সহজভাবে উপস্থাপন করা যায়। উপরন্তু এখানে লিংক ব্যবহার করা যায়। যার মাধ্যমে সহজেই কোন টপিক এ গমন করা যায় তাছাড়া আছে সার্চিং সুবিধা। এর মাধ্যমে খুব সহজেই যে কোন টপিক বা তথ্য খুঁজে বের করা যায়। এটাতে সিকিউরিটিও দেয়া যায় যাতে অনাকাঙ্ক্ষিত কেউ পড়তে না পারে যা ট্রাডিশনাল বইয়ে সম্ভব নয়। সর্বোপরি এটার প্রত্যেকটি পেজকেই ফোর-কালার করে উপস্থাপন করা যায় যা সাধারণ বইয়ে করা খুবই ব্যয়বহুল। তাছাড়াও এই ফাইলটি খুবই কম জায়গা নেয়। মেমোরিতে যার ফলে খুব অল্প পরিমান জায়গাতেই অনেক অনেক বই রাখা যায়। যার জন্য কাগজের বই এর তুলনায় পিডিএফ বা ই-বুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
ই-বুক রিডার (E-book Reader)
ই-বুক রিডার (E-book Reader) ডিজিটাল বই এবং সাময়িকী পড়ার জন্য একটি পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস। ই-বুক রিডার সাধারণত সর্বনিম্ন শক্তি গ্রহণ করে দীর্ঘ ঘন্টা ধরে কাজ করার জন্য ডিজাইন করা হয়। বেশিরভাগ ই-বুক রিডার তাদের প্রদর্শনের জন্য ই-ইন্ঙ্ক প্রযুক্তির উপর নির্ভর করে। এই শব্দটি ই-বুক ডিভাইস এবং একটি ই-রিডার হিসাবেও পরিচিত।
Tags :
- পিডিএফ ডাউনলোড
- পিডিএফ মানে কি
- কিভাবে মোবাইলে পিডিএফ ফাইল বানাবো
- পিডিএফ এর সুবিধা কি কি
- পিডিএফ এর পূর্ণরূপ কি
- পিডিএফ ফাইল তৈরি করার নিয়ম
- পিডিএফ বই
- পিডিএফ বই তৈরি
- পিডিএফ ফাইল ডাউনলোড করার নিয়ম
- কম্পিউটারে পিডিএফ করার নিয়ম
- PDF file
- Pdp এর পূর্ণরূপ কি
- Pdp কি
- ডাবল স্ট্যান্ডার্ড ২ ০ pdf