পিক্সআর্ট ফটো এডিটিং অ্যাপস (PicsArt Photo Editing Apps)

পিক্সআর্ট (PicsArt) হলো জনপ্রিয় একটি ফটো এডিটিং অ্যাপ। যার সাহায্যে ছবি কোলাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ছবি এডিট করা যায় । পিক্সআর্ট তার ব্যবহারকারীদের ছবি এডিট, তাতে বিভিন্ন লেয়ার যুক্ত করা এবং সেই ছবিগুলোকে তাদের নিজস্ব আর্ট নেটওয়ার্ক এবং ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি সামাজিক সাইটে প্রকাশ করার সুবিধা দিয়ে থাকে। এই এপ্লিকেশনটি আইওএস, আ্যন্ড্রয়েড এবং উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়। এর পাশাপাশি যেসব কম্পিউটারে উইন্ডোজ ৮.১ বা এর পরবর্তী অপারেটিং সিস্টেম রয়েছে সেসব কম্পিউটারে এটি ব্যবহার করা যায়।

 

বৈশিষ্ট্য ও সেবা (Features and Services)

ফটো এডিটিং (Photo editing)

এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই ফটো এডিট করা যায়। এর আধুনিক ছবি এডিটিং এর ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য সেবা টুল ব্যবহার করা হয় যেমন ক্রপ, এডজাস্টমেন্ট, ক্লোন, মোশন, স্টেচ, কারভস, এডজাস্ট, ইনহ্যান্স, টিল্ট শিফট ইত্যাদি। ব্যবহারকারীরা এর পাশাপাশি তার ছবিতে বিভিন্ন মুখোশ, স্টিকার এবং লেখা যুক্ত করতে পারে। এর ব্যবহারকারীরা চাইলে ক্লিপআর্ট ব্যবহার করতে পারে যেটা পিক্সআর্ট শপ থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। এর পাশাপাশি একসাথে অনেকগুলো ছবিকে একসাথে একটি ছবিতে এর সাহায্যে সহজেই রুপান্তর করা যাবে।

অঙ্কনের সামগ্রী

বিভিন্ন লেয়ার এর মাধ্যমে সফটওয়্যারটি এর ব্যবহারকারীদের তাদ্র ছবি সম্পাদনা করার সুযোগ দেয়। এর পাশাপাশি এতে বিভিন্ন আকৃ্তির ব্রাশ রয়েছে যার সাহায্যে সম্পাদনা সুন্দর হয়।

কোলাজ বানানো

ব্যবহারকারীরা বিভিন্ন ব্যকগ্রাউন্ড, টেম্পলেট এবং ফ্রেম এর সাহায্যে অনেকগুলো ছবি একসাথে কোলাজ করতে পারে।