পরিমাপ কাকে বলে? (What is called Measurement in Bengali/Bangla?)
দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো- তোমার উচ্চতা কত? তোমার ওজন কত? এখন কয়টা বাজে? আজকের তাপমাত্রা কত? ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপ-জোখের। দৈনন্দিন জীবনে এই মাপ-জোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপ-জোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। সহজ কথায় কোনো কিছুর মাপ-জোখের নাম পরিমাপ। যেমন- এক মিটার দূরত্ব, এক কিলোগ্রাম দুধ, দশটা বাজে ইত্যাদি।
পরিমাপের উদাহরণ (Example of Measurement)
- বাড়ি থেকে স্কুলের দূরত্ব 500 মিটার । এখানে 500 মিটার হলো দৈর্ঘ্যের পরিমাপ।
- সোহেল বাজার থেকে 3 কিলোগ্রাম চিনি কিনে আনল। এখানে 3 কিলোগ্রাম হলো ভরের পরিমাপ।
পরিমাপের প্রয়োজনীয়তা (Necessity of Measurement)
আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে পরিমাপের ব্যাপারটি জড়িত। পরিমাপকে প্রকাশ করার জন্য পরিমাপের এককের প্রয়োজন হয়।
বিভিন্ন ধরনের রাশির মাত্রা বিভিন্ন। যেমনঃ ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা একই এককে মাপা সম্ভব নয়। এজন্য প্রয়োজন ভিন্ন ভিন্ন একক।
যে কোন ক্ষেত্রেই একই ধরনের পরিমাপেও সব পরিসর সমান নয়। এজন্য পরিমাপের বিভিন্ন স্ত্রের একক এবং এদের মধ্যে সম্পর্ক থাকে যা দিয়ে সঠিক পরিমাপ করা সম্ভব হয়।
পরিমাপের একক (Unit of Measurement)
যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে সমগ্র ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় পরিমাপের একক।
পরিমাপের একক দুই প্রকার। যথা- মৌলিক একক ও লব্ধ একক।
১। মৌলিক একক : মৌলিক রাশির একককে মৌলিক একক বলে। উদাহরণ- মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, ক্যান্ডেলা, মোল, কেলভিন,অ্যাম্পিয়ার।
২। লব্ধ একক : যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ একক বলে। যেমন- বলের একক নিউটন একটি লব্ধ একক।
নিউটন নির্ভর করে মিটার, কিলোগ্রাম ও সেকেন্ডের ওপর।
সুতরাং বলের একক নিউটন একটি লব্ধ একক।